।। দু’টো অনুকাব্য ।।
এই লেখাটি ইতিমধ্যে 467বার পড়া হয়েছে।
।। দু’টো অনুকাব্য ।।
নির্দিষ্ট গন্তব্যে যখন… ।
কখনও কখনও আয়নায় নিজের মুখ দেখলে-
দারুণ বিশ্রী লাগে !
ক্লীন গাল বেয়ে বেড়ে ওঠা পরিপক্ক লোমবীজ,
কাঁচা-পাকা যুদ্ধশেষে নিদ্রিষ্ট করেছে সীমানা ।
পুষ্ট শরীর, মুখমন্ডল, সতেজ ত্বক ,
রিলিফ সামগ্রীর মতো আত্মসাত করেছে –
সোনালী রোদমাখা উজ্বল সকাল ।
শৈশব নাটাইয়ের ন্যায় নষ্ট তারুণ্য ঘোরপাক খায়
জীবন ও জীবিকার কাছে !
————–
নষ্ট সঙ্গতা !!
সঙ্গতায় না কী সব নষ্ট হয় ,
জীবনের অনেক কিছু ।
নষ্ট সময় খেলা করে । মাতাল হৃদয় দোলে,
স্বপ্নের মেঘেরা ঢাকে নির্মল আকাশ ।
‘মানূষ অভ্যেসের দাস- না কী অভ্যেস মানূষের দাস ?’
-এও এক বিতর্ক ভাবনা !
‘জীবন যদি বাজে হয় সঙ্গতার দোষে-
নিঃসঙ্গতা কাটে ভালো সময়ের জোশে ’।।
৪৫৭ বার পড়া হয়েছে
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় ।
#চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় ।
# প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) ।
# প্রিয় ব্যক্তি : মা-বাবা ।
# যা আশ্চয্য করে : পবিত্র কোরআন,
বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি ।
#দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
খুব সুন্দর
ভাল লাগল
দুটো কবিতাই ভাল লাগল । শুভেচ্ছা রইল । ভাল থাকুন সতত ।
আপনি দারুণ লিখেন প্রিয় কবি ! সালাম নিবেন।
অসম্ভব সুন্দর দুইটাই… বাস্তব কঠিন সত্য। অনেক শুভেচ্ছা কবি
কখনও কখনও আয়নায় নিজের মুখ দেখলে-
দারুণ বিশ্রী লাগে !
ক্লীন গাল বেয়ে বেড়ে ওঠা পরিপক্ক লোমবীজ,
কাঁচা-পাকা যুদ্ধশেষে নিদ্রিষ্ট করেছে সীমানা ।
বাহ ভাল লিখেছেন তো। আপনার শরীর কেমন এখন রুহুল আমিন ভাই ? চমত্কার কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম। শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপু । আমি এখন অনেকটা সুস্থ । দোয়া করবেন । আপনার লেখা প্রতিটিই মোটামুটি ফলো করি ,ইচ্ছে থাকা সত্বেও সবসময় মন্তব্য দেয়া সম্ভব হয়না । সবগুলো লেখাই আমাকে ভাল লাগে । অন্তত : শিশুতোষ লেখাগুলো এক নিশ্বাসে পড়ে ফেলি । ভাল থাকুন ।
////জীবন যদি বাজে হয় সঙ্গতার দোষে-
নিঃসঙ্গতা কাটে ভালো সময়ের জোশে ’।।////
দুটোই পড়ে ভালো লাগলো।শুভেচ্ছা অবিরত।
খুব সুন্দর ..ভাল লাগল…
অসুস্থতার কারণে ব্লগে রেগুলার হয়ে উঠা সম্ভব হয়ে উঠেনা । মন্তব্যকারীদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা । ভাল থাকবেন সবাই
কখনও কখনও আয়নায় নিজের মুখ দেখলে-
দারুণ বিশ্রী লাগে !
আপনিতো সুন্দর
darun kabbo ta darun lekha darun kobita