নোটিশ
অজানায় হারিয়ে যাই
লিখেছেন:
আরজু মূন জারিন | তারিখ: ১৪/০৬/২০১৪
এই লেখাটি ইতিমধ্যে 1021বার পড়া হয়েছে।
অজানার বনে
গভীর অরণ্যে
চল এবার
হারিয়ে যাই।
হৃদয় দিয়ে
মন দিয়ে
একটু খানি
ভালোবাসা
দিয়ে গাই।
গান গাই
গান গাই
গান গাই ।
পাহাড়ে উঠে
মেঘ ছুঁয়ে
ঝর্ণা পানিতে
হৃদয় ধুঁয়ে
বিশুদ্ধ হয়ে যাই ।
অজানায় হারিয়ে যাই
১,১৪০ বার পড়া হয়েছে
লেখক সম্পর্কে জানুন | আরজু মূন জারিন
নিজের সম্পর্কে কিছু বলতে বললে সবসময় বিব্রত বোধ করি। ঠিক কতটুকু বললে শোভন হবে তা বুঝতে পারিনা । আমার স্বভাব চরিত্র নিয়ে বলা যায়। আমি খুব আশাবাদী একজন মানুষ জীবন, সমাজ পরিবার সম্পর্কে। কখনো হাল ছেড়ে দেইনা। কোনো কাজ শুরু করলে শত বাধা বিঘ্ন আসলেও তা থেকে বিচ্যুত হইনা। ফলাফল পসিটিভ অথবা নেগেটিভ যাই হোক শেষ পর্যন্ত কোন কাজ এ টিকে থাকি।
জীবন দর্শন" যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ "
লিখালিখির মূল উদ্দেশ্যে অন্যকে ভাল জীবনের সন্ধান পেতে সাহায্য করা। মানুষ যেন ভাবে তার জীবন সম্পর্কে ,তার কতটুকু করনীয় , সমাজ পরিবারে তার দায়বদ্ধতা নিয়ে। মানুষের মনে তৈরী করতে চাই সচেতনার বোধ ,মূল্যবোধ আধ্যাতিকতার বোধ। লিখালিখি দিয়ে সমাজে বিপ্লব ঘটাতে চাই। আমি লিখি এ যেমন এখন আমার কাছে অবাস্তব ,আপনজনের কাছে ও তাই। দুবছর হলো লিখালিখি করছি। মূলত জব ছেড়ে যখন ঘরে বসতে বাধ্য হলাম তখন সময় কাটানোর উপকরণ হিসাবে লিখালিখি শুরু। তবে আজ লিখালিখি মনের প্রানের আত্মার খোরাকের মত হয়ে গিয়েছে। নিজে ভালবাসি যেমন লিখতে তেমনি অন্যের লিখা পড়ি সমান ভালবাসায়।
শিক্ষাগত যোগ্যতা :রসায়নে স্নাতকোত্তর।
বাসস্থান :টরন্টো ,কানাডা।সর্বমোট পোস্ট: ২২৯ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৮৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৫ ০১:২০:৩৫ মিনিটে
সর্বমোট মন্তব্য: ৩৬৮৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৫ ০১:২০:৩৫ মিনিটে
১২ টি মন্তব্য
ধর্ম, ধর্মীয় নেতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে এমন কোন লেখা লিখলে কোন কারন দর্শানো ছাড়াই লেখককে ব্যান করে দেওয়া হবে। প্রথম পেজে একজন লেখকের দুটি পোষ্ট দেওয়া যাবে না। এখানে যে কোন অরাজনৈতিক লেখা প্রকাশ করা যাবে।

আপনার অর্জিত পয়েন্ট
- অর্জিত পয়েন্ট দেখতে হলে আপনাকে লগইন করতে হবে।
এ মাসে এখন শীর্ষে আছেন
- হাসান ইমতি (৪৬০)
- এই মেঘ এই রোদ্দুর (২২৫)
- দ্বীপ সরকার (১৯৯)
চলন্তিকা পরিসংখ্যান
অনলাইনে : ৩৪
নিবন্ধিত লেখক: ০
অতিথি: ৩৪
সর্বমোট নিবন্ধিত লেখক: ৪৭৩
সর্বমোট লেখা: ৯৭৭২
সর্বমোট মন্তব্য : ৭৫৬৯৯
সেরা প্রদায়ক টিপস-৩
প্রতি মাসে ৫০০+ মন্তব্যকারী প্রতেকেই পাবেন ১০০ বোনাস পয়েন্ট।
সেরা প্রদায়ক টিপস-৪
বেশি বেশি পোস্ট করুন কারন প্রতি পোষ্টের জন্য ২০ পয়েন্ট পাবেন।
সেরা প্রদায়ক টিপস-৫
প্রতি শনি-সোম-বুধ এ চলন্তিকা উদ্যোগের ফেসবুক পেজে (https://www.facebook.com/cholontika/) একটি পোস্ট করা হবে। এটি যারা যারা নিজ নিজ ওয়ালে শেয়ার করবেন তারা সবাই ৪০ পয়েন্ট করে পাবেন। এভাবে কোন প্রদায়ক সহজেই প্রতি সপ্তাহে ১২০ পয়েন্ট, প্রতি মাসে প্রায় ৫০০ পয়েন্ট আর ছয় মাসে ৩,০০০ পয়েন্ট পেতে পারেন সহজেই!
সেরা প্রদায়ক টিপস-৬
মাসের ২৫ তারিখের মাঝে কমপক্ষে ২০টি পোস্ট করে ০১৯৭১৪৪৫৫৬৯ এ এসএমএস করে জানিয়ে দিলে ১০০ পয়েন্ট বোনাস পাবেন।
সেরা প্রদায়ক টিপস-৭
প্রতি শুক্রবার বিগত ৭ দিনের ১০০ বারের অধিক প্রদর্শিত ২০টি লেখার লেখককে লেখা প্রতি ৫ পয়েন্ট বোনাস দেওয়া হবে। তাই ফেসবুকে আপনার ওয়ালে কিংবা কোন গ্রুপে কিংবা ইমেইল এ আপনার লেখা প্রচার করতে পারেন। তাতে লেখা বেশি বেশি প্রদর্শিত হতে পারে। আর এভাবেই আপনার পয়েন্ট বাড়িয়ে নিতে পারেন।
গত ৭দিনে সর্বাধিক প্রদর্শিত
- No results available
সেরা প্রদায়ক টিপস-৮
বেশি বেশি মন্তব্য করুন কারন প্রতি মন্তব্যের জন্য ১ পয়েন্ট পাবেন।
সর্বশেষ ১০টি মন্তব্য
- এই মেঘ এই রোদ্দুর on ওরা অন্ধ
- এই মেঘ এই রোদ্দুর on চিঠি…
- সঞ্জয় দত্ত on রেপিস্ট!!!…….
- সঞ্জয় দত্ত on রেপিস্ট!!!…….
- এই মেঘ এই রোদ্দুর on উড়িয়ে দিলাম শাড়ীর আঁচল
- vioglichfu.7m.pl on ।। জীবনের সফট কপি ।।
- http://vioglichfu.7m.pl/ on গ্ল্যামার
- vioglichfu.7m.pl on প্রতিশোধ
- http://vioglichfu.7m.pl/ on তুমি আর আমি
- তৌহিদ উল্ল্যাহ শাকিল on চোখের কোনে জল
এই লেখকের আরও কিছু লেখা
- কিভাবে আই লাভ ইউ বলব
- বই পড়া এবং বই মেলা নিয়ে কিছু স্মৃতি কিছু কথা
- জীবন পরিক্রমায়(অণু গল্প)
- ভুতের গলির সেই ভূত কি ফিরে এলো ?????
- মৃত্যু এক পরম সত্যি
- আমরা করব জয় একদিন
- প্রভেদ অনুশীলনে পথ চিন্তা ভাবধারায়
- হঠাৎএকদিন(গোয়েন্দা কাহিনী)
- কানে দিয়েছি তুলা পিঠে বেধেছি কুলা
- ভুতের গলির সেই ভূত কি ফিরে এলো???
এ ধরনের আরও কিছু লেখা
© চলন্তিকা উদ্যোগ 2021
চলন্তিকার উদ্যোগতারা হলেন- মুহাম্মদ আনোয়ারুল হক খান (বিফার্ম, এমবিএ), এমরান গনি (বিফার্ম, এমপিএইচ), শিহাব হাসান (পিএইচডি), অলিউর রহমান এমএসসি ইন কম্পিউটার সাইন্স) ও নূর-ই-জান্নাত (এমএসসি ইন জুয়োলজি)সাইট টি ডেভেলপ করেছেন:
মোঃ আনিসুর রহমান ভুইয়া
মন ছুঁয়ে গেল আপনার কবিতা ! ভীষণ ভাল লাগলো আপু ।
আর একটি কথা আপি , চলন্তিকা আপনাকে খুব মিস করছে । আমি চাই আপনি ফিরে আসুন আগের রুপে ।
আমি আপনাকে সেরা পয়েন্ট ধারী দেখতে চাই । আমার নামটি সেখানে মানায় না ।। আপনি ফিরে আসুন —
ফিরে আসুন — আগের মত —- ।।
আমিও আসতে চাই জসিম ভাই আগের মত। শিগ্রী। অনেক ক্লান্ত থাকি। ম্যানেজ করতে পারছিনা সব কিছু। আগে তো সারাদিন ব্লগ এ থাকতাম। সব কাজ , সংসার বাদ দিয়ে। এখন আশে পাশের সবাই তাদের দাবি নিয়ে উপস্থিত আমার সামনে। সংসারের যা নিয়ম। আমি চলন্তিকা কে যত মিস করি খুব কম ই অন্য জিনিস মিস করি। প্রথম আলোতে এই মুহুর্তে বেশি সময় দিচ্ছি। ওখানে ও ইনভলবমেন্ট হয়ে গেছে। চলন্তিকার সবাই এত আপন। .সময় টা ম্যানেজ ই হচ্ছেনা।
আমি এখানে বেশি সময় দিয়ে চেষ্টা করছি সাইটটি সতেজ রাখার —– । কিন্তু পারছি কই ? এই ভালো তো
এই ঝিমিয়ে পড়ে ! আপনার অপেক্ষায় থাকলাম —– ।
না না ঠিক হয়ে যাবে। টেনশন করবেন না। এইত আমি নিয়মিত হচ্ছি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাল থাকবেন। শুভেচ্ছা জানবেন।
অশেষ ধন্যবাদ আপি —— ।
“পাহাড়ে উঠে
মেঘ ছুঁয়ে
ঝর্ণা পানিতে
হৃদয় ধুঁয়ে
বিশুদ্ধ হয়ে যাই ।”
-ভীষণ ভাল লাগলো আপু ।
আমার ভীষণ ভাল লাগলো ও মন্তব্য। ধন্যবাদ মোস্তফা ভাই। শুভেচ্ছা জানবেন।
খুব সুন্দর হইছে আপি
ধন্যবাদ আপি। শুভেচ্ছা জানবেন।
ছন্দ ভালই মিলিয়েছেন আপু, ধন্যবাদ ।
ধন্যবাদ আজিম ভাই। শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ আপি। শুভেচ্ছা জানবেন।