Today 16 Jan 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অজ্ঞানং বিক্ষন~

লিখেছেন: হরিশঙ্কর রায় | তারিখ: ০৩/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 546বার পড়া হয়েছে।


আমি নিশিদিন ভেঙে পড়ি
যুগের যাত্রী,
ওপারে বসে ডাকছে মহাকাল;
এপারের হিসাব কি দেব ?
ভেবছো কিছু ?


অন্তঃকরণ আমার উঁকি দেয়__
দেয়ালে আটকানো নির্বোধ ছবিটা
কেঁপে উঠে ;
এ তত্ত্ব বুঝতে বুঝতে
ধুসর রঙে ঝাপসা হয় ।


পথ হারায় না
বাঁকে বাঁকে গড়ে উঠে দেয়াল ;
অদৃষ্টতার কালপথ
আলোকিত হয়
অন্ধকারে কেঁদে মরে ।


প্রেম পথ খুঁজে যায়,
বিশ্বাস অন্ধ হলে-
দ্দে-ছুট… !
ঈশ্বর থরথরে কাঁপে-
অন্তরিত ভাঙনে ধসে পড়ে ।


জ্ঞানমঞ্জরীর পাতা ঢেকে যায়,
বিলক্ষণ আখেরী ভায়রো শোনে
জ্ঞান-প্রদীপ ক্ষীণ আলোতে
বেহুঁশ পড়ে থাকে ।

২ নভেম্বর, ১৪ ॥
কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥

৫৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার প্রত্যাশায়...
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ১৮৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-০১ ০৩:০০:৪৩ মিনিটে
Visit হরিশঙ্কর রায় Website.
banner

৮ টি মন্তব্য

 1. ব্যবস্থাপনা সম্পাদক মন্তব্যে বলেছেন:

  চলন্তিকাতে আপনাকে স্বাগত।

 2. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  আজকেই এখানে মাত্র একটি পোষ্ট করেছি । চলন্তিকা কে আমার আন্তরিক ধন্যবাদ যে, আমাকে এখানে লেখার সুযোগ করে দেওয়ার জন্য ।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  স্বাগত।
  খুব সুন্দর কবিতা
  খুব ভাল লাগল

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ওপারের হিসাবের জন্য আমাদের সবাইকে প্রস্তুত হওয়া উচিৎ।

  ধন্যবাদ দাদা আপনাকে।
  আবারো ধন্যবাদ আমাদের সহযাত্রী হওয়ার জন্য।
  আপনার মঙ্গল কামনায়

  সহিদুল
  সিঙ্গাপুর

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  েআপনি অনেক ভাল লিখেন । আপনাকে স্বাগত জানাই। থাকবেন কিন্তু নিয়মিত এখানে দাদা । ভাল থাকুন

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভাল ভাবনার প্রয়াস

  খুব ভাল লাগলো,,,,,,,,,,,,
  শুভ কামনা
  শুভ রাত্রি

 7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  সুন্দর কবিতা। ভাল রাগল কবি
  অভিনন্দন –

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top