নোটিশ
অণু কবিতা
এই লেখাটি ইতিমধ্যে 1055বার পড়া হয়েছে।
(১)
নিজের হতে চাওয়া
নিজেকেই অভ্যাস করতে হবে ;
অপর তো হাত বাড়িয়েই আছে ।
(২)
অজানাটুকুই রহস্যের বেড়াজাল ,
আমি তারই কোনায় কোনায়
তোমার সুগন্ধ খুঁজি ।
(৩)
সম্পর্কের বীজ
অঙ্কুরেই বিনষ্ট,
আগামীর ডালপালায়
শুধু ছায়া নেই ছায়া নেই।
১,০৪৮ বার পড়া হয়েছে
খুবই সুন্দর হইছে
ভাল লাগল
ধন্যবাদ
সুন্দর হইছে………………….
ভালো লাগলো পড়ে ‘
থাকলো শুভ কামনা
শুভ সন্ধ্যা