অদৃষ্টযাত্রা
এই লেখাটি ইতিমধ্যে 919বার পড়া হয়েছে।
আমারএমনিকরেরাত্রিএলো
যাত্রাপথেনেমে,
গেলাম ক্ষণিক থেমে।
সম্মুখেতে আলোক রাশি
নীল নয়নে উঠলো ভাসি,
চিরকালের কান্না-হাসি
হঠাৎ গেল থেমে!
আমার হঠাৎ করে এমন ঘোরে
উঠলে কে গো প্রাণে ?!
কেন এমনি করে রাত্রি এলো
যাত্রা পথে নেমে?
যঞ্ঝাসম পরাণ মম
উঠলো দুলে অণুরম,
বাহুর ডোরে বাঁধতে নারী
এমন তুফান কালে।
বাঁধন ভূলে ধাঁধার কোলে
ছিটকে পড়ি বানে।
পিছন পানে হঠাৎ চেয়ে
কি বিভোরে আসছে ধেয়ে !
আঁধার কালো আলো।
কিরণ আলোয় রাত্রি কালো
হঠাৎ ঘুচায়, হঠাৎ আরো,
বিদ্যুৎময় গতিকপারো
থামলো আমার প্রাণে।
হায়, এমনি করে রাত্রি এলো
যাত্রা পথে নেমে !
খুঁজে যারে এমনি করে
শেষ করেছি ভূবণ দোলায়।
আজকে সে যে প্রকাশে রূপ
এমনি করে প্রলয় দুলায়।
ওগো এ কি দেখি!
সম্মুখে যে ঢেড় দাড়ায়ে
তারে খুঁজেই ফিরে দেখি
অন্তরে তার ঘর বসতি
বুঝিনি তার মানে।
তাইতো এমনি করে রাত্রি এলো
যাত্রা পথে নেমে।
৯০০ বার পড়া হয়েছে
তুফানের আগেই আমাদের আসলজনাকে চিন্তে হবে।
ধন্যবাদ
যাত্রা পথের সব বাঁধা উপেক্ষা করে আমাদের চলতে হবে।
আপনাকেও ধন্যবাদ
সুন্দর হয়েছে
ধন্যবাদ- এই মেঘ এই রোদ্দুর
ইদানিং কি লিখেন না ?
৭চমৎকার লিখনি ভাল লাগলো পড়ে
শুভ কামনা থাকলো
শুভ রাত্রি