Today 02 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অদৃষ্টযাত্রা

লিখেছেন: আতিকুর রহমান ফরায়েজী | তারিখ: ১৩/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 810বার পড়া হয়েছে।

midnight-digital-apex1

আমারএমনিকরেরাত্রিএলো

যাত্রাপথেনেমে,

গেলাম ক্ষণিক থেমে।

সম্মুখেতে আলোক রাশি

নীল নয়নে উঠলো ভাসি,

চিরকালের কান্না-হাসি

হঠাৎ গেল থেমে!

আমার হঠাৎ করে এমন ঘোরে

উঠলে কে গো প্রাণে ?!

কেন এমনি করে রাত্রি এলো

যাত্রা পথে নেমে?

 

যঞ্ঝাসম পরাণ মম

উঠলো দুলে অণুরম,

বাহুর ডোরে বাঁধতে নারী

এমন তুফান কালে।

বাঁধন ভূলে ধাঁধার কোলে

ছিটকে পড়ি বানে।

পিছন পানে হঠাৎ চেয়ে

কি বিভোরে আসছে ধেয়ে !

আঁধার কালো আলো।

কিরণ আলোয় রাত্রি কালো

হঠাৎ ঘুচায়, হঠাৎ আরো,

বিদ্যুৎময় গতিকপারো

থামলো আমার প্রাণে।

হায়, এমনি করে রাত্রি এলো

যাত্রা পথে নেমে !

 

খুঁজে যারে এমনি করে

শেষ করেছি ভূবণ দোলায়।

আজকে সে যে প্রকাশে রূপ

এমনি করে প্রলয় দুলায়।

ওগো এ কি দেখি!

সম্মুখে যে ঢেড় দাড়ায়ে

তারে খুঁজেই ফিরে দেখি

অন্তরে তার ঘর বসতি

বুঝিনি তার মানে।

তাইতো এমনি করে রাত্রি এলো

যাত্রা পথে নেমে।

৭৯৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৬ টি
সর্বমোট মন্তব্য: ৩৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-০৭ ১১:১১:৫১ মিনিটে
Visit আতিকুর রহমান ফরায়েজী Website.
banner

৮ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  তুফানের আগেই আমাদের আসলজনাকে চিন্তে হবে।

 2. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

  যাত্রা পথের সব বাঁধা উপেক্ষা করে আমাদের চলতে হবে।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ৭চমৎকার লিখনি ভাল লাগলো পড়ে
  শুভ কামনা থাকলো
  শুভ রাত্রি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top