অনাগত মানচিত্র
এই লেখাটি ইতিমধ্যে 876বার পড়া হয়েছে।
চোখের পাতায় নামে ঘুম,তবু দুঃস্বপ্ন রাখে নির্ঘুম, আঁকে ব্যদনাপিষ্ট বেচে থাকার স্বাদ,
আর আমি যাচি ভবিষ্যৎ, স্বপ্ন বলবৎ যাপিত দিন রাত,কাঁদতে চেয়েও হাসিতেই ঘুচি তিক্ততার স্বাদ।
সজীবতা হারায় নির্জিব আর হ্রস্ব হওয়া দীর্ঘশ্বাস, তবুও অপ্রতিরোধ্য হয়ে বেরুবার প্রয়াস,
চোখেরজল সেও জোনাক হয়,তারা হয় তবে চাঁদ হয়না,কারন জল চিকচিক আলোদ্যুতির আশ।
প্রানহীন অবয়বে প্রানধারী প্রানের দাবিদার, প্রোগ্রাম চালিত চাওয়া পাওয়া,প্রান আর প্রানধারীর পার্থক্য এঁকে দেয়,
স্বকীয়তা হারানো প্রান নিয়ে প্রেম,মনুষ্যত্বহীন মানবতার মুখরে আমি অপরাধী হই,আমিই লঙ্গন করি সব,তাই বিশ্ব মানবতাই শ্রেয়।
আমি আলোহীন নই,তবুও আলো দেখিনা,আধার আলোর পার্থক্যটা বুঝিনা,প্রেম প্রনয় সবই এক করে দেখি,
যেখানে আলোতেই আধারের গ্রাস,হাতড়ে মরে অসহায়ত্বের আহাজারি, সেখানে বসেই প্রেম প্রীতির কাব্য রচি,অনাগত যুদ্ধের মানচিত্র আঁকি।
৮৬৩ বার পড়া হয়েছে
যেখানে আলোতেই আধারের গ্রাস,হাতড়ে মরে অসহায়ত্বের আহাজারি, সেখানে বসেই প্রেম প্রীতির কাব্য রচি,অনাগত যুদ্ধের মানচিত্র আঁকি।
অনেক সুন্দর , অনেক অনেক ধন্যবাদ কবি।
অনেক সুন্দর অনেক দারুন মুগ্ধকর লিখনী
চমৎকার হয়েছে ………………….
অসম্ভব সুন্দর কবিতা
ভাল লাগল
শুভেচ্ছা