নোটিশ
অনিশ্চিতের পথে
এই লেখাটি ইতিমধ্যে 508বার পড়া হয়েছে।
অনিশ্চিতের শুভনাম থাকে
তাই লড়াই চলতেই থাকে ,
বোকার মত হাঁ হয়ে দাঁড়িয়ে থাকি
অনন্তমুখী জীবনে অনেকটাই বাকি ;
নতজানু অধিকারে কতশত বিভক্তি
তোমার মত আমারও বিরক্তি
বাঁচি তবুও বাঁচাতে তোমাকেই
আদতে আমি ভালোবাসি নিজেকেই ।
-০-০-০-০-
৫১২ বার পড়া হয়েছে
কবিতাটি ভালো লেগেছে । তবে কোথায় একটু অন্তমিলের অভাব । শুভেচ্ছা রইলো ।
ধন্যবাদ
ভালো লেগেছে সংক্ষিপ্ত কবিতা ।
অনেক ধন্যবাদ
কবি দীপঙ্কর বেরা
কবিতা ইজ ফাইন
ছন্দ অন্ত্যমিল শব্দগাথুণী ……বাক্য গঠণ
দারুণ মুগ্ধ হলাম পড়ে
শুভ কামনা রইল ………
কবি দীপঙ্কর বেরা ভাই
কবিতা ইজ ফাইন
ছন্দ অন্ত্যমিল শব্দগাথুণী .
…..বাক্য গঠণ বেশ ভাল হয়েছে
দারুণ মুগ্ধ হলাম পড়ে
শুভ কামনা রইল ………