Today 09 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অন্য ভাবনায় অন্য

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০৩/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 747বার পড়া হয়েছে।

আমরা যা পাই না বা পাওয়ার যোগ্যতা নেই , বা যদিও পেয়ে যাই রাখতে পারব না বোধ হয় ; তাকে পেতেই আবার খুব লোভ হয় আর তখনই তাকে যে করেই হোক দাবিয়ে রাখার প্রয়াস মনের মধ্যে তৈরী হয় । দূর থেকে সেই অবস্থাকে বেশ উপভোগ করা চলতে থাকে । কিন্তু যখনই নিজেকে আর নিজের মধ্যে আয়ত্বে রাখা সম্ভব হয় না তখন এই মনোভাবের জন্ম হয় ।
আবার কোন অবস্থা বা কোন রুচি যদি কারো পছন্দ না হয় তখনও সে তার বিরোধীতা সরাসরি করতে না পারলে পেছন থেকে অন্য ভাবে অবহেলায় অনিচ্ছায় প্রতিবাদ জানাতে থাকে । সেখানে দেখা যেতে পারে এই রকম অবস্থা অন্য নিরীহ সাধারণের উপরে প্রতিফলিত হয়ে যায় ।
কিন্তু সবার উপরে মনুষ্যত্বের ভাবনাকে সামনে রেখে জীবনকে গড়া উচিত । যদি ক্রমাগত না মানা মনোভাব , অন্যে কি ভাবল আমার দেখার দরকার নেই মনোভাব সামনেই চলে আসে তাহলে অন্যেও আপনার মনোভাব কষ্ট ইত্যাদির কথা ভাববে না ।
আমার যেটুকু চলা বলা তৈরী করা রাস্তা পুরোটাই আমার সাথে সাথে অন্যের অনেকের জীবন ভাবনার উপর স্পষ্ট ক্রিয়াশীল সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ।
তাই সতেনতা উভয় পক্ষের আচারে সাথে জড়িত ।
-০-০-০-

৭৩২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৪৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  হুম ভাবনাকে সামনে রেখে আগানো উচিত

  লেখা ভাল লাগল।

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কিন্তু সবার উপরে মনুষ্যত্বের ভাবনাকে সামনে রেখে জীবনকে গড়া উচিত ।
  ঠিক বলেছেন, আমাদের সবার অবশ্যই এমন ভাবা উচিত।

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  নাইস লিখা……….
  দারুন কাব্যতা ….মুগ্ধতা জানুয়ে গেলাম
  শুভ কামনা রইল
  বেশ বেশ ,,,,,,,,,,,,,,,,,

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top