Today 17 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অন্য রকম তুমি ।

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ১০/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 825বার পড়া হয়েছে।

মনের মাধুরী মিশিয়ে

তোমাকে দেখেছি কত

তোমার চোখে

হাজারো স্বপ্ন শত

বার বার হারিয়েছি

নীল চোখে অবিরত

পরিবর্তিত তোমাকে

দেখতে পাইনি কখনও

চোখের আড়াল হলেও

মনের আড়াল নয়ত….

তুমি আমার প্রিয়তম ।

ঠান্ডা পানিতে দাঁত শিরশির

তোমার ব্যস্ততম দৌড়াদৌড়ি,

ভাপা পিঠা খাওয়ার সময়

হাতের আঙ্গুলে এক চিলতে

গরমে হাত মুখে ঠেসে ধরা

দেখেছি তোমার চোখে

জল ভরা……

আমার বিন্দু দূরুত্বে

তোমার বিষন্ন হয়ে ওঠা

আমার এতটুকু বিচলতায়

তোমার অশ্বস্তি……

আমাকেও অবাক করে

আমার প্রতি তোমার অভিব্যাক্তি

পরিবর্তিত তোমাকে

দেখতে পাইনি কখনও

তুমি, সেই তুমি

যে তোমার ভ্রু কুচকানোও

আমার নজরের বাইরে নয়

তোমার বাহুর ভাজও

জড়িয়ে ধরে শুধু আমাকেই

তুমি, সেই তুমিই

আজ অচেনা গন্ধ নিয়ে

বেড়াও গাঁয়ে……!

তোমার সেই বাকা চাহুনী্‌ও

আজ অন্য কাউকে নিয়ে

যে তুমি, খুব কাছের জন

সে তোমাতে আলাদা প্রান

হস্তান্তর যোগ্য ভালোবাসায়

নিবিষ্ট অন্যজন ।

 

রচনাকাল ০৯/১২/২০১৩ ইং (সকাল :৬.৩০ মিনিট)

৮৮৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  আমার বিন্দু দূরুত্বে

  তোমার বিষন্ন হয়ে ওঠা

  আমার এতটুকু বিচলতায়

  তোমার অশ্বস্তি……কিছু কিছু জাগা অপূর্ব,আবার দু এক জাগায় ভাবনাকে তত জোরালো ভাবে ধরে রাখতে পারেনি–তবু সব মিলিয়ে কিন্তু সুন্দর প্রেম বিরহের ভাবাত্মক কবিতা।

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি । কিন্তু গভীর ভাবের কবিতা দ্রুত তালে হওয়াতে ভাবের প্রকাশ গভীতর মনে হয়নি । শুভ কামনা ।

 3. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  ভালোই লেগেছে কবিতাটি। শুভ কামনা রইলো কবির জন্য।

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  আপনিও অন্য রকম একটি কবিতা উপহার দিলেন ।
  দারুণ হয়েছে ।

 5. আরজু মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল আপনার প্রেম বিরহের কবিতা অন্যরকম তুমি।
  বার বার হারিয়েছি

  নীল চোখে অবিরত

  পরিবর্তিত তোমাকে

  দেখতে পাইনি কখনও।এই অংশটা চমৎকার লাগল।

 6. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

  পরের কবিতাটি আশা করছি আরো ভালো লাগবে । ধণ্যবাদ উৎসাহ যোগানো মন্তব্য দেওয়ার জন্য ।

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে কবিতাটি । তবে বিরাম চিহ্নের মিতব্যয়ী ভাব মনে হলো ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top