অপারেশন পৃথিবী -০২
এই লেখাটি ইতিমধ্যে 993বার পড়া হয়েছে।
( বৈজ্ঞানিক কল্পকাহিনী)
০২
প্রতিদিনের মতই হাওড়ে গরু নিয়ে যায় আলু । মোটামুটি বড় হাওড় । বেশ দূরে গ্রাম দেখা যায় । ভর দুপুর । আশেপাশে ধানের ক্ষেত । কয়েকজন কৃষক কাজ করছে । আলু গরু গুলোকে মাঠে ছেড়ে দেয় । প্রচুর ঘাস দেখে আলুর মন ভরে যায় । তারপর মাথার উপর ভাঙা ছাতাটি উড়িয়ে ঘাসের বিছানায় শুয়ে পড়ে । আর বুক থেকে বেরিয়ে আসে একটি তৃপ্তির নিঃশ্বাস । ঘাড় ঘুরিয়ে একবার গরু গুলোকে দেখে নেয় আলু । না, ঠিক আছে । এবার ঘুম পরীর কথা ভাবতে থাকে । প্রতিদিনই গরু ছেড়ে দিয়ে আলু নিদ্রার কোলে ঢলে পড়ে । আহা কি সুখের নিদ !
ইকুচু পিকু অনেকটা স্বাভাবিক । চোখের ব্যথাটা আগের মত আর নেই । আলু যে মাঠে গরু চরাচ্ছে ; সেই মাঠের ঠিক মাঝখানে ইকুচু দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে । মনে মনে বলল , সবই ঠিক আছে ! কোন সমস্যাই নেই । শিকার সামনে ঘুমাচ্ছে । এই সময় হেড অফিস থেকে ইকলু পিচুর কণ্ঠ ভেসে আসে —
ইকুচু পিচু শুনতে পাচ্ছ ?
জী বস, শুনতে পাচ্ছি ।
কোন সমস্যা আছে ?
জী না বস ।
শুন, বেশি দেরি করা যাবে না । আশেপাশে কিছু মানুষ আছে । দেরী হলে তারা টের পেয়ে যেতে পারে । আলু ঘুমাচ্ছে আমি দেখতে পাচ্ছি । তুমি আর দেরি না করে ঘুমন্ত অবস্থায়ই ওকে তুলে নিয়ে আস । সাবধান কেউ যেন বুঝতে না পারে !
ইকুচু পিকু বলল, জী বস !
সাথে সাথে ওপাশ থেকে শুনা গেল , ওকে ; ওভার !
ইকুচু পিকু আলুর মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে । কী অদ্ভুত ! মাথায় ঘন কালো চুল । বড় বড় দুটি চোখ । কী সুন্দর ভ্রু ! আলুর নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাওয়া নিঃশ্বাসের শব্দ শুনা যাচ্ছে । আলুর মুখের মায়া আর হাওড়ের বিশালতা ও সবুজের সমারোহ ইকুচু পিকুর মনে গভীর ভাবে রেখাপাত করে । মুহূর্তের জন্য আনমনা হয়ে যায় ইকুচু ।
সাথে সাথে হেড অফিস থেকে ইকলু পিচুর কণ্ঠ শুনা যায়, বেশ রাগত স্বরে, ইকুচু দেরি করছ কেন ? তোমার সামান্য ভুলে সমস্ত পরিকল্পনাটা ভেস্তে যেতে পারে ! হারি আপ ! তাড়াতাড়ি কর , ওভার ।
ইকুচু পিকু আমতা আমতা করে কোন রকমে বলল, জী বস, ওভার !
(চলবে)
৯৭৮ বার পড়া হয়েছে
Bah
go ahead
bhalo laglchhe
ধন্যবাদ দীপঙ্কর দা —।
পড়লাম জসীম ভাই
ভাল লেগেছে
সাথে আছি
শুভ কামনা,
ধন্যবাদ কাশেম ভাই ।
ধন্যবাদ রইলো আপনার জন্য।
ধন্যবাদ মুক্তা আপি ।
প্রতিদিনের মতই হাওড়ে গরু নিয়ে যায় আলু । মোটামুটি বড় হাওড় । বেশ দূরে গ্রাম দেখা যায় । ভর দুপুর । আশেপাশে ধানের ক্ষেত । কয়েকজন কৃষক কাজ করছে । আলু গরু গুলোকে মাঠে ছেড়ে দেয় । প্রচুর ঘাস দেখে আলুর মন ভরে যায় । তারপর মাথার উপর ভাঙা ছাতাটি উড়িয়ে ঘাসের বিছানায় শুয়ে পড়ে । আর বুক থেকে বেরিয়ে আসে একটি তৃপ্তির নিঃশ্বাস । ঘাড় ঘুরিয়ে একবার গরু গুলোকে দেখে নেয় আলু । না, ঠিক আছে । এবার ঘুম পরীর কথা ভাবতে থাকে । প্রতিদিনই গরু ছেড়ে দিয়ে আলু নিদ্রার কোলে ঢলে পড়ে । আহা কি সুখের নিদ !
আলু !!!কি নাম ?
জসিম ভাই কেমন আছেন ? গল্পে অনেক শুভেচ্ছা ভাললাগা। ভাল থাকুন।
আলু এই গল্পের মহানায়ক আপি ——– !! ভাল থাকবেন ।
আমি আল্লাহর রহমতে ভাল আছি । আপনি কেমন আছেন?
1 & 2 dutoy vhalo
নাইস
ভালো লাগলো বেশ