অপারেশন পৃথিবী-০৪
এই লেখাটি ইতিমধ্যে 870বার পড়া হয়েছে।
(বৈজ্ঞানিক কল্পকাহিনী)
০৪
এদিকে একটি সংবাদ সারা পৃথিবী জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে । চীনা মহাকাশ সংস্থার বিজ্ঞানীদের রাডারে ধরা পড়েছে যে, বাংলাদেশ থেকে একটি ছেলেকে ভিনগ্রহের প্রাণীরা ধরে নিয়ে গেছে । তাদেরকে নেপচুনের দিকে যেতে দেখা গেছে । তারা সে ছবির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে । ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সকল গণ মাধ্যম বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সংগে প্রচার করছে । সারা পৃথিবীর বিজ্ঞানীদের ঘুম হারাম । এ উপলক্ষে ঢাকায় আন্তঃমহাদেশীয় বিজ্ঞানীদের জরুরি সভা আহ্বান করা হয়েছে ।
আলুর মা ও রাহেলার চোখে ঘুম নেই । আলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না । তাহলে কি আলুকেই ! আলুর মা আর ভাবতে পারে না । দু চোখ বেঁয়ে জল গড়িয়ে পড়ে । হায় আলু ! বাপ মরা ছেলে আমার । রাহেলা আলুর মাকে নিয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার অফিসে যায় এবং ভিডিও ফুটেজ দেখে নিজের ছেলেকে শনাক্ত করে । বাংলাদেশ সরকার আলুর মায়ের দেখাশুনা ও নিরাপত্তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন । তাবৎ পৃথিবী থেকে সাংবাদিক ও বিজ্ঞানীরা আলুর মায়ের সাক্ষাৎকার নেয়ার জন্য ছুটে আসছেন । আলুর জীবন আচরণ সম্পর্কে জানতে চাইছেন । রাহেলাও সাংবাদিকদের হাত থেকে রেহাই পাচ্ছেন না ।
বিজ্ঞানীরা এই ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন । কিন্তু কোন কারণ বের করতে পারেননি । কেউ কেউ এই বলে চীনা বিজ্ঞানীদের দোষারূপ করছেন যে, তারা যেহেতু বিষয়টি জানতে পেরেছিলেন, তখন সাথে সাথেই ব্যবস্থা নেয়ার দরকার ছিল । অবশ্য চীনাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আমরা জানতে পারলেও প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে সাথে সাথে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি ।
(চলবে)
৮৬০ বার পড়া হয়েছে
Bhaloi lagche
e dhoroner khub kom lekha hoy
suvokamona
ধন্যবাদ দাদা — ।
আলুর মা সেলিব্রেটি হয়ে গেল বুঝি।
ভাল লেগেছে
ধন্যবাদ ছবি আপু ।
জসীম ভাই এমন ছোট ছোট করেই দিবেন
পড়তে সুবিধা
তাই দেব আপি – । ধন্যবাদ আপনাকে ।
Golpo gulo onek vhalo hocche
Golpo ta onek vhalo hocche