Today 19 Mar 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অপেক্ষা…

লিখেছেন: আহমেদ নিরব | তারিখ: ২০/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 365বার পড়া হয়েছে।

পৃথিবীর সমস্তে এখনো প্রত্যাশা

কালো মেঘে ঢাকা পরেনি

এখনো আকাশের সবখান,

আমার চোখের কোণে

এখনো নিদ্রা জল হাসে

এখনো অনেকে প্রাপ্তপ্রাপ্তির অপেক্ষায়।  

আমি নিভেপ্রায় এক

অগ্নি শিখার স্পর্শে জ্বলি;

ভেসে চলি তীব্র জোয়ারে

দূর সাগর মধ্যখানে।

তোমার স্পর্শ, এখনো

আমার অস্তিত্তের সবখানে।

৪৫২ বার পড়া হয়েছে

Tags:
লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ৯৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-১৩ ০৫:৩৫:২০ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  চমৎকার কবিতা।

  অগ্নি শিখার স্পর্শে জ্বলি;

  ভেসে চলি তীব্র জোয়ারে। এই দুই লাইন বেশ অনুপ্রেরনাদায়ক।
  ধন্যবাদ

 2. তৌফিক মাসুদ মন্তব্যে বলেছেন:

  দারুন অনুভূতির প্রকাশ। শুভকামনা জানবেন।

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর ভাবে অনুভূতির প্রকাশ পেয়েছে ।
  আমার কাছে দারুণ লেগেছে ।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  কালোর পাশাপাশি আলোর অস্থিত্ব
  রাত যত গভীর হচ্ছে
  ভোর ও তত ঘনিয়ে আসছে।

 5. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  তোমার স্পর্শ, এখনো
  আমার অস্তিত্তের সবখানে।
  ========= অসাধারণ লেগেছে।

 6. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন ।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  তোমার স্পর্শ, এখনো
  আমার অস্তিত্তের সবখানে।

  চমৎকার হয়েছে । শুভ কামনা

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো লিখা পড়ে

  বেশ ভালো লিখনী

  শুভ কামনা থাকলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top