Today 23 Apr 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অবুঝ খেলা

লিখেছেন: আহমেদ রুহুল আমিন | তারিখ: ১৮/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1100বার পড়া হয়েছে।

ঘাস মাড়ানো ভোরের শিশির কণা,
খোকন সোনার ছোট্ট দু‘টি পায়ে
আদর দিয়ে হলো সে আনমনা,
হারিয়ে নিয়ে যায় সে সবুজ গায়ে ৷

দুধেল গাভির সোহাগ মাখা চোখে
মিষ্টি পরশ দেয় যে হেথায় মা,
পান ভরা সুখ আভাস যে তার মুখে
গান ঝড়ানো রোদ্র দুপুর গাঁ ৷

বিষ্টি ঝরা ক্ষিপ্ত বিকেল বেলা
আঁধার যে ওই বাঁক নিয়েছে দুরে
মেঘের আলোয় তবু যে চাই খেলা
অবুঝ খোকার সবুজ উঠোন জুড়ে ৷৷

====

১,১৪৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় । #চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় । # প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) । # প্রিয় ব্যক্তি : মা-বাবা । # যা আশ্চয্য করে : পবিত্র কোরআন, বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি । #দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  ঘাস মাড়ানো ভোরের শিশির কণা,
  খোকন সোনার ছোট্ট দু‘টি পায়ে
  আদর দিয়ে হলো সে আনমনা,
  হারিয়ে নিয়ে যায় সে সবুজ গায়ে ৷

  আকর্ষণীয় লেখা।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  কবিতা নামে পোষ্ট হলে আরো সুন্দর হতো ।

 3. আহমেদ নিরব মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল। শুভ কামনা।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ছড়াটি ভাল লাগল । কিন্তু ছড়া লিখতে হলে মাত্রার প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে । শুভ কামনা ।

 5. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

  মন্তব্য প্রদানকারীদের সবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ৷

 6. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  বিষ্টি ঝরা ক্ষিপ্ত বিকেল বেলা
  আঁধার যে ওই বাঁক নিয়েছে দুরে
  মেঘের আলোয় তবু যে চাই খেলা
  অবুঝ খোকার সবুজ উঠোন জুড়ে ৷৷
  ========= কবিতাটি খুব ভালো লেগেছে। তবে কেমন যেন অসমাপ্ত মনে হচ্ছে।

 7. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  আপনার লেখনী অসাধারণ।
  বাহ বাহ ভাল লাগল
  শুভেচ্ছা রইল।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বিষ্টি ঝরা ক্ষিপ্ত বিকেল বেলা
  আঁধার যে ওই বাঁক নিয়েছে দুরে
  মেঘের আলোয় তবু যে চাই খেলা
  অবুঝ খোকার সবুজ উঠোন জুড়ে ৷৷

  দারুন লেখা

  খুব ভাল লাগা রইল

 9. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

  onek derite holeo porar jonnoy dhonnobad janai apy .thanks .

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top