Today 10 Apr 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অবুঝ প্রেমের ফাঁদে

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ১২/০৮/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 626বার পড়া হয়েছে।

2222

– জসিম উদ্দিন জয় –

হায়রে পিরিত এই পৃথিবীর খেলা,
দু‘টি প্রাণের প্রেমপিরিতের মেলা।
অবুঝ হৃদয়ে বুঝে না পিরিতে,
জীবন-মরন কি আসে যায় তাতে।
দু‘টি প্রাণের মিলন আর যতন,
কখনো উত্থান কখনোও পতন।
না বুঝে করলে পিরিত এ সময়ে,
বিপাকে রক্তক্ষরন হবে হৃদয়ে।
রক্তাক্ত তুমি, রক্ত দিয়ে যতই লিখ
তাহার নামটি ।
কানাখড়ি পাবে না তুমি তোমার
প্রেমের দামটি ।

৬২৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

২ টি মন্তব্য

  1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    মুগ্ধকর বেশ ভালো

    ছন্দময় লিখা

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    হুম সত্য কথা

    ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top