Today 23 Apr 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“অযথা”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১৮/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 602বার পড়া হয়েছে।

বানের জলের মত কেন হানা দিয়েছিলে আমার সাজানো ঘরে?
ভাসিয়ে নিলে খড় কুটো সমেত;রেখে গেলে শূন্যতার তরে।
উপড়ে নিলে বিশ্বাসের খুঁটি;ভরসার ভিটি’তে পিচ্ছল কাদার আস্তর।
বারে বারে আছড়ে পড়ি শিশুর মত;উঠে দাঁড়াবার অক্লান্ত সমর।

সব কিছু কেড়ে নিয়ে আবার ফিরে গেলে তোমার গন্তব্যে।
খোঁড়া অজুহাত আশ্রয় করে বিদ্ধ করলে অপবাদের তিক্ষ্ম মন্তব্যে।
দুই আর দুই’য়ে পাঁচ করে মিলিয়েছ তোমার অসম সমীকরণ।
মিথ্যে আলেয়া’তে পথচারী হয়ে খুঁজেছ প্রস্থানের গোপন সরণ।

ব্যর্থতার সব দায়ভার আমার কাঁধে তুলে তুমি খুঁজে নিয়েছ তোমার বন্দর।
কুলুর বলদের মত আমি ঘানি টানি;আমার নেই উপায়ান্তর।
অপরাধী সাজালে পরিচিত জনের আদালতে আর তুমি হয়েছ নিষ্পাপ।
মুখ বুজে সব হজম করেছি;অন্তর গুহায় নিরবে করেছি বিলাপ।
কুয়াশার চাদরে আড়ালে রেখেছি সত্য’কে;নতুবা তুমি ঝলসে যেতে সত্যের তীব্র কিরণে।
তোমার মিথ্যে আস্ফালনেও আমি সংযত থেকেছি;পুড়েছি সত্যের অবরুদ্ধ দহনে।

কি পেয়েছ আমার মৃত্তিকায়?অযথা কেন খুঁড়ে খুঁড়ে আমাকে করলে ঝরঝরিত?
কি পেয়েছ আমার সবুজ বৃক্ষের বুকে?অযথা কেন পুড়িয়ে আমাকে করলে কয়লায় রুপান্তরিত?

৫৮৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৩ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  দুই আর দুই’য়ে পাঁচ করে মিলিয়েছ তোমার অসম সমীকরণ।
  সবার দ্বারা এই সমীকরণ বুঝা সম্ভব নয় , একমাত্র ভুক্তভুগিই এই সমীকরণ বুঝতে পারে।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Besh koth ro

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো পড়ে বেশ ভালো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top