নোটিশ
অস্থির সময়…..
এই লেখাটি ইতিমধ্যে 1457বার পড়া হয়েছে।
বলে যায়নি সে কোন পথে যাবে
তখন তার কাঁধে ঝুলানো ব্যাগ ছিল
চোখে চশমা, হাতে মোবাইলটা ধরে,
ফতুয়ার বুক পকেটে ছিল নীল কলম,
আকাশী রঙ্গের ফতোয়ার বেশ উজ্জ্বল লাগছিল তাকে;
ঠোঁট একটু খোলা ছিল, ঈষৎ হাসি মুখে,
প্রখর রোদ মাথায় নিয়ে সে হাঁটা ধরে
উঁচু নিচু পথ কর্দমাক্ত, এতটা তীক্ষ্ম রোদ্দুর;
একটা পথ চলে গেলে বহু পথ ধরে,
আঁকা বাঁকা, রাস্তার পাশে খাল, টলটলে পানি….
দুপুরের কড়া রোদের ঘুমচোখ নিয়ে এগিয়ে যায় সে,
সকালের স্নান সেড়েছিল হয়তো;
ভেজা চুল কিছুটা শুকিয়ে কপালে এসে পড়ছিল; কারণ
তখন এলোমেলো বাতাস ছিলো,
অত:পর সে হেঁটে হেঁটে রাস্তার বাঁকে গিয়ে থামে,
পিছন ফিরে দেখে; কেউ হয়তো তার হাঁটা পথে তাকিয়ে আছে;
আবার ধীর পায়ে আগায় সে,
ভর দুপুরে দাঁড়কাক ডাকছে কোথাও,
এদিক ওদিক দেখে দাঁড়ায় ঠাঁয়;
হয়তো বা কাক কোথায় ডাকছে সেটা দেখবে বলে;
হতে পারে সে অন্য ভাবনার দোলাচলে দাঁড়িয়েছিল।
অনুঞ্চ হাঁটে তবু সে; ছাতা থাকলেও মাথায় দেয় নি,
ঝাঁঝালো রোদ্দুর উপভোগ করবে বলে,
তার সঙ্গী শুধু তার ছায়া,
এখান থেকে ভাবছি, আকাশে মেঘ জমোক,
তাকে ছায়া দিক; অথবা
তুমুল বৃষ্টি এসে ভিজিয়ে দিক তাকে,
পথচলায় তার বিরাম নেই,
হাঁটুক সে, হেঁটে হেঁটে যাক বহুদুর,
কারণ সে তো কবি; কবিদের থেমে থাকতে নেই,
কবিতার উপকরণের খুঁজে সে আজ পথে।
যত্তসব আবেগীয় শব্দ আছে;
উড়ে এসে তার নীল কলমে বসুক,
ছন্দে ছন্দে হউক তার পথ চলা।
কবি কবিতার ভালবাসায় বাঁচুক
কবিতার সাথে প্রেম; মানুষের সাথে নয়।
অস্থির সময় কাটে আমার অবেলায়,
সে বলে যায় নি, কোন পথ ধরে যাবে সে;
কারণ এটাই বোধয়!
তখন তার কাঁধে ঝুলানো ব্যাগ ছিল
চোখে চশমা, হাতে মোবাইলটা ধরে,
ফতুয়ার বুক পকেটে ছিল নীল কলম,
আকাশী রঙ্গের ফতোয়ার বেশ উজ্জ্বল লাগছিল তাকে;
ঠোঁট একটু খোলা ছিল, ঈষৎ হাসি মুখে,
প্রখর রোদ মাথায় নিয়ে সে হাঁটা ধরে
উঁচু নিচু পথ কর্দমাক্ত, এতটা তীক্ষ্ম রোদ্দুর;
একটা পথ চলে গেলে বহু পথ ধরে,
আঁকা বাঁকা, রাস্তার পাশে খাল, টলটলে পানি….
দুপুরের কড়া রোদের ঘুমচোখ নিয়ে এগিয়ে যায় সে,
সকালের স্নান সেড়েছিল হয়তো;
ভেজা চুল কিছুটা শুকিয়ে কপালে এসে পড়ছিল; কারণ
তখন এলোমেলো বাতাস ছিলো,
অত:পর সে হেঁটে হেঁটে রাস্তার বাঁকে গিয়ে থামে,
পিছন ফিরে দেখে; কেউ হয়তো তার হাঁটা পথে তাকিয়ে আছে;
আবার ধীর পায়ে আগায় সে,
ভর দুপুরে দাঁড়কাক ডাকছে কোথাও,
এদিক ওদিক দেখে দাঁড়ায় ঠাঁয়;
হয়তো বা কাক কোথায় ডাকছে সেটা দেখবে বলে;
হতে পারে সে অন্য ভাবনার দোলাচলে দাঁড়িয়েছিল।
অনুঞ্চ হাঁটে তবু সে; ছাতা থাকলেও মাথায় দেয় নি,
ঝাঁঝালো রোদ্দুর উপভোগ করবে বলে,
তার সঙ্গী শুধু তার ছায়া,
এখান থেকে ভাবছি, আকাশে মেঘ জমোক,
তাকে ছায়া দিক; অথবা
তুমুল বৃষ্টি এসে ভিজিয়ে দিক তাকে,
পথচলায় তার বিরাম নেই,
হাঁটুক সে, হেঁটে হেঁটে যাক বহুদুর,
কারণ সে তো কবি; কবিদের থেমে থাকতে নেই,
কবিতার উপকরণের খুঁজে সে আজ পথে।
যত্তসব আবেগীয় শব্দ আছে;
উড়ে এসে তার নীল কলমে বসুক,
ছন্দে ছন্দে হউক তার পথ চলা।
কবি কবিতার ভালবাসায় বাঁচুক
কবিতার সাথে প্রেম; মানুষের সাথে নয়।
অস্থির সময় কাটে আমার অবেলায়,
সে বলে যায় নি, কোন পথ ধরে যাবে সে;
কারণ এটাই বোধয়!
১,৫৪২ বার পড়া হয়েছে
কবিদের সত্যিই থেমে থাকতে নেই।
খুব ভাল লাগল।
হুম । ধন্যবাদ ওয়াহিদ ভাই
চমৎকার প্রেমের কবিতা।
ধন্যবাদ আমির ভাই
কবি কবিতার ভালবাসায় বাঁচুক
কবিতার সাথে প্রেম; মানুষের সাথে নয়।”
ঠিক কথা। যারা শিল্পকে ভালবাসে তাদের মানুষকে ভালবাসা তেমন হয়না। এমন এক কথা আর্টিস্ট ভিনসেন্ট ভ্যান গগ বলেছিলেন। সেই স্কুল জীবনে তাকে জেনেছিলাম।
কবিতার বর্ণনা অনেক ভাল লেগেছে। সহজ মাধুরতার সাথে বর্ণনা করেছ।
শুভেচ্ছা রইল।
খুব সুন্দর মন্তব্য । ধন্যবাদ পুলক দা
খুব ভাল হয়েছে ।
ধন্যবাদ শান্ত ভাই