Today 08 Apr 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আগষ্ট ১৫

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ১৫/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 619বার পড়া হয়েছে।

আগষ্ট ১৫
জাতি অকৃতজ্ঞ নয়
আমরা ভুলে যাই না
ভুলে গেলে “৫২” এর পর 
“৭১” এ স্বাধীনতা পেতাম না
একবিংশ শতাব্দিতে এসেও
“৭” ই মার্চের সেই ভাষন 
এখনও বুকে কাপন ধরায়,
অন্যায় অত্যাচার দুমরে মুচরে
আবারও স্বাধীন বাংলাদেশ পেতে
রক্তকে ফুসলে ওঠায়…
আমরা “৭৫” ও ভুলিনি
ভুলিনি বলেই
আজো অন্তরে অন্তরে জ্বলি
প্রতিশোধ নেবার আশায়….

জাতি অকৃতজ্ঞ নয়
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে
তোমাদের কৃতিত্বের মূল্য দেয়…
শ্রদ্ধাভরে স্মরন করি তোমাদের,
জাতির কান্ডারীর ন্যায়…
আমরা এখনও “৭৫” ভুলিনি,
১৫ আগষ্টের বিভীষিকাময়
ঐ রাতটিই আমাদের
কষ্ট দেয়, স্থবির করে দেয়
আবার নিঃশ্বও করে দেয়,
দেয় একা পথ পারি দেবার
গাঁ শিড় শিড় করা ভয়,
তবুও কেনই জানি
আবার চিতার ক্ষিপ্রতার গতিতে
নতুন করে প্রতিবাদী হতে শেখায়…. 
(সাঈদ চৌধুরী ১৫ই আগষ্ট-২০১৪ইং)
জাতি অকৃতজ্ঞ নয়

আমরা ভুলে যাই না
ভুলে গেলে “৫২” এর পর
“৭১” এ স্বাধীনতা পেতাম না
একবিংশ শতাব্দিতে এসেও
“৭” ই মার্চের সেই ভাষন
এখনও বুকে কাপন ধরায়,
অন্যায় অত্যাচার দুমরে মুচরে
আবারও স্বাধীন বাংলাদেশ পেতে
রক্তকে ফুসলে ওঠায়…
আমরা “৭৫” ও ভুলিনি
ভুলিনি বলেই
আজো অন্তরে অন্তরে জ্বলি
প্রতিশোধ নেবার আশায়….

জাতি অকৃতজ্ঞ নয়
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে
তোমাদের কৃতিত্বের মূল্য দেয়…
শ্রদ্ধাভরে স্মরন করি তোমাদের,
জাতির কান্ডারীর ন্যায়…
আমরা এখনও “৭৫” ভুলিনি,
১৫ আগষ্টের বিভীষিকাময়
ঐ রাতটিই আমাদের
কষ্ট দেয়, স্থবির করে দেয়
আবার নিঃশ্বও করে দেয়,
দেয় একা পথ পারি দেবার
গাঁ শিড় শিড় করা ভয়,
তবুও কেনই জানি
আবার চিতার ক্ষিপ্রতার গতিতে
নতুন করে প্রতিবাদী হতে শেখায়….
(সাঈদ চৌধুরী ১৫ই আগষ্ট-২০১৪ইং)

৫৯৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  জাতি অকৃতজ্ঞ নয়
  আমরা ভুলে যাই না
  ভুলে গেলে “৫২” এর পর
  “৭১” এ স্বাধীনতা পেতাম না

  +++++++++++

  সুন্দর কবিতা। ধন্যবাদ। শুভেচ্ছা।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বেশ
  ভাল লাগল

 3. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  জাতির জনকের প্রতি শ্রদ্ধা।।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগল । শুভ কামনা । ভাল থাকুন ।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  জাতি ভুলবে না কোনদিন। সুন্দর লিখেছেন

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  শেয়ারের জন্য THANKS

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  লিখা বুজতে পারিনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top