Today 05 Mar 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আগুন বরফের খেলা

লিখেছেন: গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা | তারিখ: ১৮/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 977বার পড়া হয়েছে।

bruno-dayan-woman-snake-gems-collier-necklace-water

তোমার বুকে যে তেজস্বী আগুন দপ দপ করে জ্বলে ওঠে
সে আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয় আমার স্নায়ু অকপটে
সে আগুনের লেলিহান শিখা আষ্টেপৃষ্ঠে ধরে
আমার দেহ সারাক্ষণ
ঝলসে দেয় শরীরের প্রতিটি থরে থরে
দিক্বিদিক ছুটে যায় আমার মন।

তোমার চুলোর আগুন
আমার খড়ি পুড়িয়ে পুড়িয়ে
লাল লৌহ-আগুন করে তোলে
চিত্ত আমার ঔদ্ধত্য গুমরে ওঠা গরমে
নাভিশ্বাস খোঁজে আকাশে পাতালে।

অতঃপর কোনও এক নির্জন রাতে
খড়ি-চুলো খড়ি-চুলো খেলতে খেলতে
চুলোর উপরে থাকা পাতিলের পানি
টগবগিয়ে ফুটতে ফুটতে বেরিয়ে আসতে থাকে
সে পানিতে নিভে যায় সব আগুন
নিভে যায় সব জ্বলা-উত্তাপ
যেন শুরু হয় এক নতুন ফাগুণ।

তারপর শান্ত পরিশ্রান্ত এক হিমেল আবেশ
ঠাণ্ডা শীতল যেন বরফের দেশ
আবার তোমার বুকের আগুন
গলিয়ে দেয় সব জমাট বরফ
আবার লাল লৌহ-আগুন
আবার বরফ আবার আগুন
এ আগুন আর বরফের খেলা যেন চিরন্তন।

১,০৬৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমিঃ সাধারণ হতে চেষ্টা করি। ভালবাসিঃ মানুষ। শখঃ ব্লগিং এবং বই পড়া। অবাক করেঃ পৃথিবী। মনের গভীরে জমে থাকা কিছু আজগুবি প্রশ্ন আমাকে স্থির থাকতে দেয় না। তাই সামান্য কিছু লেখালিখির মাধ্যমে তা প্রকাশ করতে চেষ্টা করি মাত্র। কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেডে কাজ করছি। আমার এই নাম করণের পেছনে কাউকে হেয় করার প্রবণতা নেই বরং সকল ধর্ম-গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ২৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৬ ০৩:৩০:৩৮ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  উফ কি সুন্দর কবিতা

  আপনি এখানেও দেখে খুব ভাল লাগ গৌ দাদা

  অনেক অনেক শুভকামনা

 2. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  কবিতা ভালো হয়েছে, দাদা

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  এ আগুন আর বরফ যেন চিরন্তন ।
  ভাল লাগল ।

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  এ আগুন আর বরফের খেলা যেন চিরন্তন ।
  ভালা লাগল ।

 5. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  চিরন্তন খেলা
  আদিম লীলা

  চমৎকার কবিতা
  আর
  অনেক ভাল লাগা

 6. তওসীফ সাদাত মন্তব্যে বলেছেন:

  অসাধারণ !!

 7. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  সাধারন কথা নিয়ে গভীর ভাবের স্পর্শ আপনার কবিতায় পেলাম।খুব ভাল লেগেছে,ভাই!

 8. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল আপনার অসাধারণ লেখা।

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবি তাপসকিরণ রায় এর সাথে সহমত
  লিখা পড়ে বেশ ভালই লাগলো
  মুগ্ধকর
  শুভ কামনা
  শুভ রাত্রি

 10. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর তো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top