Today 26 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আগুন

লিখেছেন: তাপসকিরণ রায় | তারিখ: ২৪/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 853বার পড়া হয়েছে।

আগুনরঙ বড় সুন্দর !

সে তাপিত উষ্ণতার আমেজ সান্ত্বনা

শীতের পৈঠায় বসে আলগোছ–

ছুঁয়ে থাকো যদি–সন্ধ্যা ঘন লালাভ ধুপের মত

জ্বলে ওঠা তোমার মুখ ! কখনো শরীর ভাপ ছোঁয়

জেনো সে আগুন আছে–হোক তা বড় গহন নির্জনতায়

যত মায়া লজ্জা ঘেরা গুপ্ত সে বিরহ ব্যথা–

জ্বালা তাপে সে ও তো অগ্নিদাব !

৯৪৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নাম :তাপসকিরণ রায়। পিতার নাম : স্বর্গীয় শৈলেশ চন্দ্র রায়। জন্ম স্থান: ঢাকা , বাংলা দেশ। জন্ম তারিখ:১৫ই এপ্রিল,১৯৫০. অর্থশাস্ত্রে এম.এ.ও বি.এড. পাস করি। বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকাতে নিয়মিত লিখছি। কোলকাতা থেকে আমার প্রকাশিত বইগুলির নামঃ (১) চৈত্রের নগ্নতায় বাঁশির আলাপ (কাব্যগ্রন্থ) (২) তবু বগলে তোমার বুনো ঘ্রাণ (কাব্যগ্রন্থ) (৩) গোপাল ও অন্য গোপালেরা (শিশু ও কিশোর গল্প সঙ্কলন) (৪) রাতের ভূত ও ভূতুড়ে গল্প (ভৌতিক গল্প সঙ্কলন) (৫) গুলাবী তার নাম (গল্প সঙ্কলন)
সর্বমোট পোস্ট: ১১২ টি
সর্বমোট মন্তব্য: ১৬৬৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-১১ ১৫:৪৩:৫৪ মিনিটে
banner

২০ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  অগ্নি শিখা সুন্দর
  দৃষ্টি কাঁপায়
  হৃদয় পুড়ায়,

  অনেক সুন্দর দাদা।

 2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।

 3. আরজু মন্তব্যে বলেছেন:

  আপনি ভাল লিখেন।উপন্যাস ই বলেন কবিতাই বলেন বর্ননাশৈলীর কারনে পড়তে ভাল লাগে।
  ভাল লেগেছে আগুনের তাপিত উষ্নতায় আমেজ সান্তনা নিয়ে লেখা কবিতাটি।

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  কাকা ,
  ভাল হয়েছে কবিতাটি ।
  ভাল লাগা জানালাম ।

 5. পাঠক ও সমালোচক মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতার হাত খারাপ নয় ।
  একটু চর্যার প্রয়োজন । ছন্দমালা মিলানোর প্রতি আগ্রহ আবশ্যক ।

 6. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভাল লেগেছে । শুভেচ্ছা রইল । ভাল থাকুন ।

 7. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  কবিতায় আগুন ও প্রিয়ার উল্লেখ। ভাল লিখেছেন।

 8. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  কবিদের প্রধান গুনই হচ্ছে সৃষ্টি। প্রতিটি সৃষ্টিই যে নিখুঁত হবে তার কোন গ্যারান্টি নাই। তারপরও কবিরা থেমে থাকে না। কারো উপর রাগ করবেন না। সবার সকল ষাষা বোঝার ক্ষমতা থাকে না। শীত প্রহরকে ঘিরে লেখা কবিতা ভালো হয়েছে।

 9. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  কথাগুলি চরম সত্যি।কিন্তু হঠাৎ এসে অতি কিছু লিখে দিলে খারাপ লাগে।আপনাকে অনেক ধন্যবাদ।

 10. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে।

 11. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ।

 12. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কি সুন্দর লিখনি
  শুধু অবাকই হই

 13. মৌনী রোম্মান মন্তব্যে বলেছেন:

  বাহ্, কি অপূর্ব ভাবনা আপনার । পড়ছি আর ভাবছি – ইশ্ যদি এভাবে ভাবতে পারতাম !
  অনেক শুভকামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top