Today 02 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আজ আর শব্দরা ঘুমায়না

লিখেছেন: মোসাদ্দেক | তারিখ: ২৩/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1089বার পড়া হয়েছে।

আজ আর শব্দরা ঘুমায়না জাগ্রত থাকে,
যখন তখন কোন সীমাহীন ছন্দ হয়ে ডাকে।
শীতের কুয়াশা ভেদি; বর্ষার জল ছুয়ে আসে,
আজ আর শব্দরা হারায়না থেকে যায় পাশে।
রাত বিরাতে কাগজের সন্ধানে লিপ্ত করে-
কিংবা কলমের; ব্যস্ত করে রাখে ফের।
গ্রামের পর গ্রাম থেকে শব্দ আসে,
নদী হতে নদী পেরিয়ে খুব কাছে-
জামরুল গাছ হতে শব্দরা জমায় ভীড়,
হিজলের গাছ থেকে এসে গড়ে নীড়।
ঘোলা পুকুরের পাড় থেকে আসে শব্দরা,
নিকষ রাতের অন্ধকর থেকে আসে-
কিংবা জোসনা আলো ভরা এই রাতে;
শব্দরা আসে, ভীড় জমায় মোর পাশে।
আজ আর শব্দরা ঘুমায়না চেয়ে ইতিহাসের পাতায়,
খুজে নিতে বলে লিখতে নতুন ছন্দ পাতায়।
অনাচার আর জু‍লুমের প্রতি চেতনায়,
গভীর রাতে শব্দরা আমায় জাগায়।
দেখিয়ে দেয় সবুজের মাঠ আর মাঠ,
কত শব্দরা আসে পূর্ণ করে মাঝির নৌকা ঘাট।
আজ আর শব্দরা ঘুমায়না জাগিয়ে রাখে আমায়,
৫২-র রক্তমাখা স্বপ্ন কল্পনার চেতনায়।
আজ আর শব্দরা হারায়না জাগায় প্রত্যয়,
প্রতিবাদি হতে শিখায় যুগান্তর হতে-
‍৭১-রের লক্ষ মানুষের হত্যায়।
আজ আর শব্দরা ঘুময়না, ডেকে তুলে,
কত ছন্দে কত প্রতিবাদ কত কথা বলে।
উদ্যমি হতে বলে হারানো কিছুর ব্যথায়,
তবুও ভয় হয় দীর্ঘ কালো হাত যদি বাড়ায়-
তখনও শব্দরা কাছে এসে সাহস জাগায়,
প্রতিবাদে স্বরে গর্জন করে ভেসে উঠে কবিতায়।

১,২৩১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা আমার প্রাণের স্বর বাংলা আমার মা, বাংলা তুমি কন্ঠ আমার স্বপ্নের পূর্ণতা। আমার ব্লগে আপনাকে স্বাগতম...
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ৮৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৭ ০২:২০:০৯ মিনিটে
banner

১৭ টি মন্তব্য

 1. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  শব্দরা কি আসলে কখনো ঘুমায় ? কবিতা ভালো লেগেছে, ধন্যবাদ ।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  শুভকামনা রইল। ভাল থাকবেন।

 3. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।

 4. আহমেদ ইশতিয়াক মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভালো লাগলো। কবিকে শুভেচ্ছা …

 5. গৌমূমোকৃঈ মন্তব্যে বলেছেন:

  কবিদের স্বপ্নরা ঘুমায় না। ছন্দ হয়ে বার বার ফিরে আসে। শুভকামনা রইল।

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চমত্‍কার লিখেছেন

 7. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  শব্দের ঘুম ভাঙে হৃদয়ের ঝংকারে
  কবিতা গেঁথেছেন সুখ-অলংকারে।

 8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  খারাপ হয়নি ভাল লাগা জানালাম ।

 9. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চমৎকার লিখেছেন। ভাল লাগল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top