Today 26 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আজ বৃষ্টিতে

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ২২/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 824বার পড়া হয়েছে।

…………………………………..

 

আজ বৃষ্টিত…….
ঝড়ে জলে বানে
জল নামে জলের হাওরে
ভেসে যাওয়া নদী
মাঠ ঘাট ভিটে বাড়ী 
সোনার শস্য
চাষার মনে শুধু দুঃখ জাগে :
 
নৌকোর গুলোইয়ে বসে 
ভেসে বেড়ানো 
জলের দিগন্তে
বৃষ্টি নামে ,
জল ঝরে
ঝড়ো বাতাসে
তোমার শরীরে 
সোনার আঁচল উড়ে
তাতের পটে চবি আঁকে
তোমার সোনার অঙ্গ ভেজে
কত দিন যে দেখিনি
কতদিন……………….
মন কাঁদে
কেঁদে কেঁদে আহা
ছুটে যেতে ইচ্ছে করে 
জলের কাছে
নদীর কাছে
তোমার পাশে
আমার সোনার বাংলাদেশে……….
 
একটু বৃষ্টিতে ভিজতে চাই যে মন
একটু সোহাগে 
একটু ভালবেসে
হাতে হাত রেখে
কারো ভেজা শাড়ীর আঁচল ধরে 
বুকের উষ্ণ উত্তাপে
আজ বৃষ্টিতে………. 
………………………………………….

৯৫৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

২০ টি মন্তব্য

 1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  অসংখ্য ভাল লাগা জানালাম ।

 2. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  সুন্দর লেখা

 3. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  বর্ষার রূপ সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  মনের দুঃখটা দেখলেন না

  কত দিন বৃষ্টি দেখেনি
  কত দিন বৃষ্টিতে ভিজেনি
  কত দিন দেশ থেকে দূরে
  অনেক দূরে
  পড়ে আছি বিদেশে
  তাই তো মন কাঁদে
  বৃষ্টির জন্যে
  আর ও যেন কার কার জন্যে।

 5. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

  একটু বৃষ্টিতে ভিজতে চাই যে মন
  একটু সোহাগে
  একটু ভালবেসে
  হাতে হাত রেখে
  কারো ভেজা শাড়ীর আঁচল ধরে
  বুকের উষ্ণ উত্তাপে
  আজ বৃষ্টিতে………. ”

  আজ বিকালে তো বৃষ্টি ছিল। রক্তিম আকশের বুক চিড়ে বৃষ্টি নেমেছিল। আজব লেগেছিল। এবং অদ্ভূত সুন্দর।

  ভাললাগা কবিতার জন্য।

 6. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  তাই নাকি?

  আহা দেশে যদি থাকতাম
  বৃটিতে ভিজতাম
  আজন বিকেলে
  তাহার সাথে
  তার সাথে
  মনের সুখে
  উত্তাপে…………..।

  ভাল থাকুন দুধে ভাতে বৃষ্টিতে

  ধন্যবাদ।

 7. আরজু মন্তব্যে বলেছেন:

  চমত্কার বর্ষার বর্ণনা
  ছন্দ আর পদ্যে আপনাকে হার মানানো মুশকিল
  ভাললাগা কবিতার জন্য।

 8. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  কারো ভেজা শাড়ীর আঁচল ধরে
  বুকের উষ্ণ উত্তাপে
  আজ বৃষ্টিতে……….
  খুব খুব ভালো লাগলো…

 9. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  তাই নাকি ভাই?

  ঠিক আছে
  কারো শাড়ীর আঁচল ধরে ভিজুন
  মার খেলে আমি নাই কিন্তু

  ভাল লাগার জন্যে ধন্যবাদ।

 10. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  বেশ আবেগপূর্ণ কবিতা–ভাল লেগেছে।

 11. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  তাই?
  ভাল থাকুন
  দুধে ভাতে বৃষ্টিতে

  ধন্যবাদ।

 12. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “তোমার শরীরে
  সোনার আঁচল উড়ে”
  এটাই চিরন্তন।

 13. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  বাহ্‌,
  আপনার তো দেখি বেশ অভিঘ্গতা

  ভাল থাকুন।

 14. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  খুব চমত্‍কার লিখেছেন !
  অসংখ্য ভাল লাগা রইল ।

 15. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  চেষ্টা করেছি
  বাকিটা আপনাদের ভালবাসা
  ধন্যবাদ।

 16. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  একটু বৃষ্টিতে ভিজতে চাই যে মন
  একটু সোহাগে
  একটু ভালবেসে
  হাতে হাত রেখে
  কারো ভেজা শাড়ীর আঁচল ধরে
  বুকের উষ্ণ উত্তাপে
  আজ বৃষ্টিতে……….
  ___________________
  আহা আবেগে আপ্লুত হয়ে গেলাম।

 17. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  তাই নাকি?
  তাহলে কারো শাড়ীর আঁচল ধরে ভিজতে শুরু করুন..
  মার খেলে কিন্তু আমি নাই।

  আোনেক ধন্যবাদ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top