Today 09 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আত্মবিধ্বংসী

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ০২/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1114বার পড়া হয়েছে।

নগরীর মোড়ে পতঙ্গ উড়ে
তুষের অনলে কেরোসিন ঢেলে
আগুন জ্বালে –
আগুন আগুন খেলে
আগুন নিয়ে আত্মবিধ্বংসী খেলা;

নগরী জ্বলবে,
উইপোকা মরবে
মরন দেখে দেখে দেখে
উল্লাশে মনের সুখে সুর তোলে
যুগের নীরো বাজাবে মরন বাঁশী।

১,১০২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আগুন নিয়ে আত্মবিধ্বংসী খেলা,

  আমরা চাইনা এমন আত্মবিধ্বংসী খেলা। আমরা দেশের সিকল মানুষ সুখে শান্তিতে থাকতে চাই।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  মনোমুগ্ধকর লেখা
  খুব ভাল লাগল

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  প্রতিবাদি কবিতা ভাল লাগল

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ প্রতিবাদী বেশ সুন্দর লিখনী
  মুগ্ধ
  শুভ কামনা থাকলো
  শুভ রাত্রি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top