নোটিশ
আত্মসমর্পণ
এই লেখাটি ইতিমধ্যে 275বার পড়া হয়েছে।
আমি প্রতিনিয়ত তোমাকেই পেতে চাই
যে প্রেম ভস্ম করেছে আমাকে ।
যদিও নীল খামের অভিমানগুলো
খসে গিয়ে জমাট বেঁধেছে
কৃষ্ণ দেয়ালের উল্টো পিঠে ।
ফাঁকা উঠোনে দাঁড়িয়ে থাকা শূন্য হৃদয়
এক ঝলক স্নিগ্ধ বৃষ্টির অপেক্ষায়-
যদি একবার পাপ মোচন করা যায় ।
কী এক বিচ্ছিরি রকমের রাগে
কোনো এক প্রাতে
সব লণ্ডভণ্ড করে দিলে !
জানি তোমার রাগের মধ্যে লুকিয়ে ছিল
অনুরাগের নির্মোহ ছোঁয়া ।
বলো দেখি তোমায় ছাড়া আমি
কেমন করে বেঁচে থাকি ?
৩৬৩ বার পড়া হয়েছে
নিজের কাছে নিজের বলা ।
ভাল লাগল
ঠিক তাই ..অনেক ধন্যবাদ
কবিতায় ভাল লাগা। পাপমোচন শব্দটি একসাথে হবে মনে হয়।
ঠিক ধরেছেন শব্দটি একসাথে হবে| অনেক ধন্যবাদ আহমেদ রাব্বানী আপনাকে …
খসে গিয়ে জমাট বেঁধেছে
কৃষ্ণ দেয়ালের উল্টো পিঠে ।
ফাঁকা উঠোনে দাঁড়িয়ে থাকা শূন্য হৃদয়
এক ঝলক স্নিগ্ধ বৃষ্টির অপেক্ষায়-
বেনু ভাই চমত্কার কবিতা লিখছেন দেখি। অনেক শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ মুন আপনাকে। ..শুভেচ্ছা রইলো ..
দিনের সেরা কবিতা পাঠ ! মুগ্ধ হলাম আপনার শব্দ বিন্যাসে।
**জানি তোমার রাগের মধ্যে লুকিয়ে ছিল
অনুরাগের নির্মোহ ছোঁয়া ।**
দারুন লেগেছে বলতেই হবে. শুভেচ্ছা কবিকে।
মুগ্ধ আপনার মন্তব্যে। কবিতা ভালো লাগায় প্রাণিত । শুভ কামনা আপনাকেও… প্রহেলিকা
শব্দটিও কাব্যিক …
রাগে অনুরাগে হুম ভালই হয়েছে অনেক ভাল
অনেক ধন্যবাদ আপনাকে কবি মুক্ত খানম ….
বলো দেখি তোমায় ছাড়া আমি
কেমন করে বেঁচে থাকি ?
এককথায় অনবদ্য।
“জানি তোমার রাগের মধ্যে লুকিয়ে ছিল
অনুরাগের নির্মোহ ছোঁয়া ।”
সুন্দর উপলব্ধি, ভাল লাগল কবি।
অভিনন্দন ও শুভেচ্ছা নিন।