আপনার লেখা ফেসবুকে শেয়ার করুন আর নিয়ে নিন ৫ বোনাস পয়েন্ট
এই লেখাটি ইতিমধ্যে 1378বার পড়া হয়েছে।
প্রিয় লেখক বন্ধুরা
চলন্তিকাতে আপনাদের পদচারনাতে আমরা ধন্য। ইতিমধ্যে আমাদের প্রায় ২০০ জন লেখক বন্ধু এখানে একত্রিত হয়েছেন। আমরা চাই আমাদের সবার লেখা যেন ছড়িয়ে পড়ে সর্বত্র। আর তাই আপনারা আপনাদের লেখা প্রকাশ হবার সাথে সাথে সেটা ফেসবুকে, টুইটারে আর প্রিয় বন্ধুদের মেইল করে দিন। এতে আরও অধিক বন্ধুরা আমাদের লেখা পড়তে পারবে।
আপনাদের লেখা ছড়িয়ে দেবার জন্য আমরা পয়েন্ট দিয়ে আপনাদের উৎসাহ দিচ্ছি। এখন থেকে চলন্তিকাতে কোন লেখা প্রকাশ হবার পর সেটা যদি আপনি লেখার নীচে Share on Facebook এর মাধ্যমে শেয়ার করেন, একই সাথে ফেসবুকের চলন্তিকার পেজে লিঙ্ক শেয়ার করেন আর সেটা mahkbd@gmail.com এ সাথে সাথে লেখাটির লিঙ্ক দিয়ে মেইল করে জানিয়ে দেন তবে তার জন্য ৫ পয়েন্ট করে বোনাস পাবেন। মেইল অবশ্যই লেখা প্রকাশ হবার দিনই করতে হবে। প্রতিটা লেখার জন্য লেখক একবার করে এই পয়েন্ট পাবেন।
আসুন, আমরা আমাদের লেখা ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করি।
বিনীত
সম্পাদক
১,৫৫৮ বার পড়া হয়েছে
সম্পাদক সাহেব, এই উদ্যোগটি অনেক ভাল। এতে করে ধীরে ধীরে আমাদের সবার লেখাই ছড়িয়ে পড়বে। কারও লেখার ফেসবুক লিঙ্ক ধরে কেউ আসলে শুধু যে ঐ লেখাই পড়বে তা না, অন্যদের লেখাও পড়বে।
সুন্দর উদ্যোগ, ধন্যবাদ
লেখা শেয়ার করার পর ই-মেইল করে জানানোর ঝামেলায় না গিয়ে সরাসরি দেয়ার ব্যবস্থা করলে উদ্যোগটি আরো ভাল হতো।
টেকনিকালি এটা করা যাচ্ছে না। তবে যদি কখনও পারি সেটা করব।
আশা করি সেটা করতে পারলে ভাল হবে। ধন্যবাদ।
সম্পাদক সাহেবের সকল উদ্দোগ সত্যই প্রশংসনীয়।এ জন্য সম্পাদক সাহেবকে অসখ্য ধন্যবাদ
কার্যক্রম প্রশংসনীয়…..ধন্যবাদ এবং শুভেচ্ছা….
অশেষ ধন্যবাদ ।
লেখা অবশ্যই শেয়ার করব।
আমার ফেসবুক লিংক কাজ করছে না।
খুব ভাল উদ্দ্যোগ। শুভকামনা রইল।
প্রচারের জন্য এই পদ্ধতিটা ভাল।
ফেসবুকে শেয়ার করলে পয়েন্ট পাওয়া যায় কি?
আমি তো আগে বেশ কয়েকটা শেয়ার করেছি,
পয়েন্ট পেয়েছি বলে মনে হয় না।
তুষার ভাই, নিয়মটা ছিল ফেসবুকের চলন্তিকার পেজে লিঙ্ক শেয়ার করেন আর সেটা mahkbd@gmail.com এ সাথে সাথে লেখাটির লিঙ্ক দিয়ে মেইল করে জানিয়ে দেন তবে তার জন্য ৫ পয়েন্ট করে বোনাস পাবেন।
পরে খুব একটা সাড়া না পাওয়াতে সেটা তুলে দেওয়া হয়। এখন আর এখানে কোন পয়েন্ট নাই।
ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন।
ভাল পদ্ধতি । ভাল লাগল ।