নোটিশ
আবার হবে বাসর (৩০/০৭/১১ ইং)
এই লেখাটি ইতিমধ্যে 593বার পড়া হয়েছে।
প্রিয়!
সেই সে বিচ্ছেদের পর হতে
ক্ষণে ক্ষণে আমার এ মনের ঘরে
থেকে থেকে তীব্র জ্বালা ধরে
শুধু তোমারই তরে।
প্রিয়!
সেই যে হলে চোখের আড়াল
তারপর… কেটে গেল কত কাল
আরতো দিলে না দেখা
দু’জনে দু’প্রান্তে একা।
প্রিয়! তোমার মনের সিংহাসনে
জানি আমি হয়ে আছি অমর,
প্রত্যাশা করি তোমার আমার
আবার হবে বাসর ॥
৬৮৫ বার পড়া হয়েছে
আরেকটু মনোযোগী হতে হবে।
খুব ভাল লেগেছে। নিয়মিত লিখবেন আশা করি।
আরেকটু মনোযোগী হতে হবে। মোটামোটি ভাল হয়েছে।
আপনার বাসনা পূর্ণ হউক ।
এ হুসাইন মিন্টু ভাই আমিও আপনার সাথে একমত।
আবার বাসর হবে প্রত্যাশা করি ।