Today 23 Apr 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আবার হবে বাসর (৩০/০৭/১১ ইং)

লিখেছেন: হাসান কবির | তারিখ: ২৬/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 593বার পড়া হয়েছে।

প্রিয়!
সেই সে বিচ্ছেদের পর হতে
ক্ষণে ক্ষণে আমার এ মনের ঘরে
থেকে থেকে তীব্র জ্বালা ধরে
শুধু তোমারই তরে।
প্রিয়!
সেই যে হলে চোখের আড়াল
তারপর… কেটে গেল কত কাল
আরতো দিলে না দেখা
দু’জনে দু’প্রান্তে একা।
প্রিয়! তোমার মনের সিংহাসনে
জানি আমি হয়ে আছি অমর,
প্রত্যাশা করি তোমার আমার
আবার হবে বাসর ॥

৬৮৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
শখের বশত শুরু। আজো আছি। আশা করি ভবিষ্যতেও থাকবো। আমার সম্পর্কে বিস্তারিক জানতে ও আমার রচনা সমগ্র পড়তে এই লিংকে ক্লিক করতে পারেন। ধন্যবাদ। http://www.facebook.com/poethasankabir
সর্বমোট পোস্ট: ২ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-২৫ ১৩:৩৪:২৪ মিনিটে
Visit হাসান কবির Website.
banner

৬ টি মন্তব্য

 1. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

  আরেকটু মনোযোগী হতে হবে।

 2. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লেগেছে। নিয়মিত লিখবেন আশা করি।

 3. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  আরেকটু মনোযোগী হতে হবে। মোটামোটি ভাল হয়েছে।

 4. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  আপনার বাসনা পূর্ণ হউক ।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  আবার বাসর হবে প্রত্যাশা করি ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top