Today 13 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“আমাকে শিখিয়ে দিবি?”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১২/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 708বার পড়া হয়েছে।

তুই খুব পারিস অতীত ভুলে যেতে।

আমাকে শিখিয়ে দিবি?

কি করে এক ঢোকে হজম করে ফেলিস

স্মৃতির হাড়,মাংস,চর্বি?

 

তুই খুব পারিস চেটেপুটে খেয়ে পরিষ্কার  করে নিতে
এক্কেবারে নতুন  ঝকঝকে থালা।

স্মৃতির একটি কণাও ভুল করে পরে থাকে না;

কস্মিনকালেও যেন পরেনি কারো স্পর্শের ধুলা।

তুই অভিজ্ঞ গুপ্তচরের মত সামনে এগিয়ে যাস

মুছে দিস পিছনের স্মৃতির আলামত।

দু’জন পাশাপাশি অনেক দূর হেঁটে গেলেও

হঠাৎ তোর সাথে সাথে মিলিয়ে যায় তোর ছায়াপদ।

 

আমাকে শিখিয়ে দিবি?

কোন্‌ ডাস্টারে মুছে দিস ব্ল্যাকবোর্ডে লিখা অতীত?

কেমন করে অনুতাপের অনল শীতল করে

প্রফুল্লতা ধরে রেখে হৃদয় রাখিস চির হরিৎ?

 

পুরনো স্মৃতির বিবর্তন ঘটিয়ে

তুই করিস নয়া স্মৃতি সৃজন।

তোর ইচ্ছের ল্যাবরেটরিতে কাটাছেঁড়া করে

করিস নতুন ব্যাখ্যার উন্মোচন।

আমাকে শিখিয়ে দিবি?

কোন্‌ বিক্রিয়াতে করিস অতীত মৌলের বিকৃতি?

আমাকে শিখিয়ে দিস তুই

তবে কেড়ে নিবো না তোর প্যাটেন্ট স্বীকৃতি।

 

বলতো আমায়-কেমন করে খুঁজে নিলি একমুখী সোজা পথে

নতুন এক চৌরাস্তা?

চলতে চলতে হঠাৎ চলে গেলি অন্য পথে

মুছে দিলি অতীতের জের-জবর-নোকতা।

তুই আমাকে শিখিয়ে দিবি?

কেমন করে ভুলে গেলি অতীত?

অথবা তোর ইরেজার আমার কাছে বেচে দে

ন্যায্য দামে করিব খরিদ।

৭৬৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  তুই খুব পারিস অতীত ভুলে যেতে।
  আমাকে শিখিয়ে দিবি?
  কি করে এক ঢোকে হজম করে ফেলিস
  স্মৃতির হাড়,মাংস,চর্বি?
  ================ অসাধারণ লেখনি আমায় মুগ্ধ করেছে। অনেক ধন্যবাদ কবি্

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভাল লেগেছে । শুভ কামনা । ভাল থাকুন ।

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  তুই খুব পারিস অতীত ভুলে যেতে।
  আমাকে শিখিয়ে দিবি?
  কি করে এক ঢোকে হজম করে ফেলিস
  স্মৃতির হাড়,মাংস,চর্বি?
  শুধু ভাল বলা উচিত্‍ হবেনা । অনেক ভাল লেগেছে ।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আমাকে শিখিয়ে দিবি?

  কোন্‌ ডাস্টারে মুছে দিস ব্ল্যাকবোর্ডে লিখা অতীত?

  কেমন করে অনুতাপের অনল শীতল করে

  প্রফুল্লতা ধরে রেখে হৃদয় রাখিস চির হরিৎ?

  একটা ইরেজার আমারও দরকার

  কবিতা দারুন হইছে অনেক ভাল লাগা রইল

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  পড়ে খুবই ভালো লাগল
  আসলেই সুন্দর লিখা
  অনবদ্য …………………….

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top