আমাদের কথা
শুরুতেই আমাদের উদ্যোগতাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই-
মুহাম্মদ আনোয়ারুল হক খানঃ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স ও পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিপননে এমবিএ করেন। ফিলিপাইন, ভিয়েতনাম, মায়ানমার ও থাইল্যান্ড ভ্রমনের অভিজ্ঞতা তার আছে।
এমরান গনিঃ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স ও পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ করেন। ক্যারিয়ারের শুরুতে এমএসএফ নামে নোবেল পুরুস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা তার আছে। তিনি একজন সফল উদ্যোগতাও বটে।
শিহাব হাসানঃ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স, ফিনল্যান্ড থেকে এমএসসি ও অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সুইডেন, ইংল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, ইউএস সহ অনেক দেশ ভ্রমনের অভিজ্ঞতা তার আছে।
অলিউর রহমানঃ কম্পিউটার সাইন্সে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রোগ্রামার (গ্রেড-৬) পদে কর্মরত।
নূর-ই-জান্নাতঃ ইডেন কলেজ থেকে জুয়োলজিতে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।
এবার চলন্তিকা প্রসঙ্গে আসি।
২০১৩ সালের মে মাসে চলন্তিকা সাহিত্য ব্লগের মাধ্যমে চলন্তিকা উদ্যোগের যাত্রা শুরু। যাত্রা শুরুর খুব অল্প সময়ের মাঝেই এটি জনপ্রিয়তা পায়। অন্যসব ব্লগ যখন রাজনৈতিক কাঁদা ছুঁড়াছুড়িতে লিপ্ত ঠিক তখনই চলন্তিকা শুরু করল শুধু সাহিত্য নিয়ে লেখালেখি। উদ্দেশ্য নতুনদের মাঝ থেকে জসীম উদ্দিন কিংবা বন্দে আলী মিয়া, হুমায়ূন আহমেদ কিংবা রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর মত আধুনিক মানের লেখক/কবিদের তুলে আনা।
এই বিশাল ও সময় সাপেক্ষ কাজের জন্য দরকার প্রয়োজনীয় আর্থিক অনুদান। কিন্তু আমরা বরাবরই কারও কাছে হাত পাততে চাইনি। আমরা কখনও কারও কাছ থেকে ডোনেশন নিব না এই নীতি আমরা প্রথম থেকেই নিয়েছি। ফলে আমরা কোন গোষ্ঠী কিংবা দলের কাছে দায়বদ্ধ নই। আমাদের সকল প্রচেস্টা আন্তরিক। এদেশে নতুনদের মাঝ থেকে টাকা নিয়ে প্রকাশের বিজনেস খুব পপুলার। আমরা এর বাইরে গিয়ে কিছু করার চেস্টা করেছি। অর্থের যোগান না থাকায় হয়েছি পদে পদে আশাহত। আমাদের প্রচুর চেস্টা অঙ্কুরেই শেষ হয়ে গিয়েছিল। আর এর ফলশ্রুতিতে আমরা পুরো উদ্যোগটা জিইয়ে রাখার জন্য এই ব্লগের পাশাপাশি কিছু বাণিজ্যিক কাজও শুরু করেছি। এ থেকে আগত অর্থ যেমন ব্লগের রক্ষণাবেক্ষণে সাহায্য করবে তেমনি নতুন লেখকদের নিয়ে সারা বছর বই প্রকাশও হবে।
আশা রাখি আমরা আমাদের দেশের সকল স্বাধীনচেতা মানুষকে আমাদের সাথে পাব।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বিনীত
এমরান গনি
শিহাব হাসান
নূর-ই-জান্নাত
অলিউর রহমান
মুহাম্মদ আনোয়ারুল হক খান