Today 10 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমাদের ছোট গ্রাম

লিখেছেন: Crown. | তারিখ: ১১/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 823বার পড়া হয়েছে।

আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘর
থাকে সব মিলেমিশে নাই কেহ পর !
সারা গ্রাম ভরপুর ফল আর ফুলে
পাতা গুলো খেলা করে হেলে আর দুলে !
সবুজ রঙে ডাকা আমাদের গ্রাম
গাছে গাছে ঝুলে আছে আম আর জাম !
সারা গ্রাম মেতে উটে হাঁসি উল্লাসে
দীঘী আর পুকুরেতে হাঁস গুলো ভাসে !
ছোট ছোট ছেলে মেয়ে মাছ ধরে খালে আর বিলে
এক সাথে থাকে সব মিলে আর জুলে !
কৃষক চাষ করে সবুজ ধানের মাটে
সকলের মুখে তাই ভাত দুটো ঝুটে !
রাখাল বাজায় বাঁশী গোধুলির হাঠে *
সকলে মিলেমিশে পাকা ধান কাঁটে !
গ্রামের মানুষ ভাই সহজ সরল
হিংসা বিদ্বেষ ভুলে করে কোলাহল !!

৮০৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি ভারতীয় তাই ভারতীয় আদর্শে বিশ্বাসী । ভারত আমার জন্মভূমি তাই এদেশকে সবচেয়ে বেশী ভালবাসি । সারি জাহা সে আচ্ছা ভারত হামারা ।
সর্বমোট পোস্ট: ৪৬ টি
সর্বমোট মন্তব্য: ২৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১০-১৪ ০৪:৪১:০৭ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

  ডাকা, উটে, জুলে, ঝুটে, গোধুলির, হাঠে এই বানানগুলো শুধরে নিলে কবিতাটি আরও ভালো লাগতো

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  যেন বন্দে আলী মিয়ার অনুকরণ!
  কিছু বানান ঠিক করে নিতা হবে।

 3. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  দুঃখিত মন্তব্যে নিতা হবে টাইপিং হয়েছে।

  এখানে নিতে হবে।

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বাহ ভাল লাগল ।
  গাঁয়ের ছবি

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল ……. শুভেচ্ছা অবিরত

 6. Crown. মন্তব্যে বলেছেন:

  শুভেচছা …

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  nice

  কিচু বানান দেখে নিন কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top