Today 10 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার এই জল শহরে এখন

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ১৪/০৬/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 962বার পড়া হয়েছে।

আমার এই জল শহরে এখন নোটিশ করে ঝমঝম বৃষ্টি হয়
একেবারে রুটিন করে, সুবেহ সাদিকের একটু আগে থেকে;
যখন ঘুম পরীরা সব জাতের ঘুম নিয়ে একসাথে হাজির হয়,
ঠিক তখন; যখন কামরাঙার গতর বেঁয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ে
আদুরী বৃষ্টির আদর; সে আদর নিতে আমার খুউব ইচ্ছে করে!!

আমার এই জল শহরে এখন সারাদিনই ঘুম পাড়ে বিন্দুবাসিনী
বৃষ্টির ফোঁটা; যেমন করে ঘুম পাড়ে মাতাল চাঁদ, তেমন করে;
মাতাল চাঁদের যেমন কোনো ঘর লাগে না, দুয়ার লাগে না;
তেমনি তারও কোনো ঘর লাগে না, তারও কোনো দুয়ার লাগে না,
যেখানে সেখানে কাঁচা-পাকা বাঁশের মাদুর পেতে সে ঘুমিয়ে পড়তে
পারে; আমারও তার মতো ঘুমাতে খুউব খুউব ইচ্ছে করে!!

আমার এই জল শহরে এখন সারাক্ষণ পা ধুয়ে দেয় কবিতা জল,
তাদের কেউ কেউ আবার একহারা মন্ত্রপূত; ড্রেন গলিয়ে,
নর্দমা ভিজিয়ে তবেই তারা শুদ্ধ হয়েছে; অনেক মূর্খ মাছি আছেন,
যারা সন্ন্যাস জীবনের বর্ণমালা কিছুই জানেন না, তবুও তাদেরকে
ব্রতচারী বলে গাল মন্দ করেন!
এমন গালমন্দ শুনতে আমারও খুউব খুউব ইচ্ছে করে!!

আমার এই জল শহরে এখন মশার পেটের ভেতর দিয়ে নৌকা চলে,
খানাখন্দে ঘুরে বেড়ায় শিং, মাগুর, কৈ; যৌবন জ্বালায় পোয়াতি
মেঘেরা অস্থির হয়, কারো কারো পোয়াবারো হয়, কারো কারো তেরো;
মাঝে মাঝে সবকিছুকে সাগর মনে হয়, বৈভব বাড়িয়ে দেয় হৃদয়ের
ঘেরো, শ্রান্তি আর ভ্রান্তির বেড়াজালে স্বপ্ন আঁকে ডুমুরের ফুল;
আমার এই জল শহরে ডুমুরের ফুল হতে খুউব খুউব ইচ্ছে করে——–!!

৯৬৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  মগ্ধকর লেখনী! অনত্রও পড়েছি।
  অনেক ভাল লাগা জানিয়ে গেলাম কবি।
  শুভেচ্ছা ও ভালবাসা অফুরন্ত –

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ডুমুরের ফুল হইয়েন না তাহলে ত আর কবিতা দেখতে পাব না

  সুন্দর হয়েছে কবিতা।

 3. মাজেদ হোসেইন মন্তব্যে বলেছেন:

  ভাল লাগলো পড়ে……

  আর হা আপুর কথাটা মাথায় রাইখেন।

  শুভেছা জানবেন কবি।

 4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  আমারও মাঝে মাঝে অনেক কিছুই হতে ইচ্ছে হয় ! অনেক চিন্তাভাবনা করে দেখি মানুষের চেয়ে ভালো কিছু হওয়া সম্ভব নয় ! 😉 😛 তাই মানুষই থেকে গেলাম ! 😛

  খুব সুন্দর অনবদ্য লিখেছেন কবি । শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

 5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  দারুণ

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন বেম ছন্দময লিখনী
  পড়ে ভালো লাগলো কবি

  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top