Today 26 Jun 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার কালো বিড়ালটাকে বলছি

লিখেছেন: নাজমুল হক পথিক | তারিখ: ১৭/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 738বার পড়া হয়েছে।

images_124

আমার কালো বিড়ালটাকে বলছি,
থলের ভেতরে লুকিয়ে থাকো ।
পৃথিবীর তৃঞ্চা আর ক্ষুধা,
লোভ আর লালসা নিয়ে,
বৃষ্টিহীন জীবনে খরায় পুড়ে
জন্মের অন্ধকার ঘরে
মানুঘ হব বলে পৃথিবীতে এসেছিলাম ।
শীতার্ত পুষ্টিহীন হৃদয়ে মৃত্যুর বিলাপ ।
প্রেম বিলাতে পারিনি ।
বিষাক্ত স্বভাবে হৃদয়ের কাছে হৃদয় হচ্ছে খুন ।
অজস্র বুনো চিন্তা,
রক্তের আগুনে হত্যার উৎসব ।
মাঝে মাঝে কালো বিড়াল
থলের ভেতর থেকে উকি মারে,
দহনের ক্ষত বের হয় পৃথিবীর রোদে ।
পত্রিকাগুলে সরব হয়
চায়ের কাপে ঝড় উঠে ।
পাল্টা বিবৃতির ছড়াছড়ি।
বিপন্ন পৃথিবীতে গলিত কুষ্ঠের মতো
বিষাক্ত ক্ষত পিঠে
তবুও অসত্যের কাছে আত্মসর্ম্পণ নয় ।
ভাগ্যহত মানুষ
দিন যদি গুজরান হয় দঃখের জিঞ্জিরে,
হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্নে,
মৃত্যুর বিষ ঠোটে নিয়ে
ভাগারে নেমে যাব না মৃতদের কাতারে ।

৭২৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নেত্রকোণা জেলার সুসং দুর্গাপুরে ১৯৭০ সালে জন্ম । ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ ডিগ্রী অর্জন করি । বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়জিত আছি । লেখা লেখির শুরু স্কুল জীবন থেকেই । বর্তমানে প্রথম আলো ব্লগ, গল্প কবিতা ডটকম, চলন্তিকা ব্লগ, জলছবি বাতায়ন, সামহোয়র ইন ব্লগ, শব্দনীড় ব্লগ, চতুর্মাত্রিক প্রভৃতি ব্লগে নিয়মিত লিখছি । আমার ই-মেইল nazmulpathik@gmail.com , মুঠোফোন 01720018092 , 01938769642 ।
সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ১৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-২১ ০৭:০৫:৩৪ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  বাহ!বেশ।।।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বাহ বাহ
  বেশ ভাবনা

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  বেশ ভাবনা

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর

 6. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  বিপন্ন পৃথিবীতে গলিত কুষ্ঠের মতো
  বিষাক্ত ক্ষত পিঠে
  তবুও অসত্যের কাছে আত্মসর্ম্পণ নয় ।

  অবশ্যই, অসত্যের কাছে আত্মসর্ম্পণ করিনা, করবোনা।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top