নোটিশ
আমার ঠিকানা
এই লেখাটি ইতিমধ্যে 685বার পড়া হয়েছে।
আমি পিপীলিকার মাঝে থাকি উল্লাসে
পথহারা পথিকের মাঝে কাঁদি নীরবে
আমার ঠিকানা পাও নি?
দাউদাউ চিতায় জ্বলে যে বিরহ
খুঁজে দেখ সেখানে ধূসর ছাই
আমার ঠিকানার শুরু এখানে…
চিহ্নটা দেখা যাবে নীলিমার আঁচলে
দ্রোণের কোমল আঘাতে ক্ষত শুভ্র পা
আমার ঠিকানা প্রলেপ তবে–
‘ওহ্’ শব্দ হলে আমি কান্নাসাগর
নীলিমার কবরের পাশে যখন ঠাঁই
আমার ঠিকানার সীমান্ত এখানে…
১ বৈশাখ, ১৪১৯–
মানামা, আমিরাত।
৭২৩ বার পড়া হয়েছে
চিহ্নটা দেখা যাবে নীলিমার আঁচলে
দ্রোণের কোমল আঘাতে ক্ষত শুভ্র পা
আমার ঠিকানা প্রলেপ তবে–
‘ওহ্’ শব্দ হলে আমি কান্নাসাগর
নীলিমার কবরের পাশে যখন ঠাঁই
আমার ঠিকানার সীমান্ত এখানে
আযহার ঠিকানা জানা হল কবিতার মাধ্যমে।ধন্যবাদ ঠিকানা দেওয়ার জন্য।শুভকামনা।
ভাল লাগল…
মানুষের ঠিকানার শুরতে বিভিন্নতা
শেষ ঠিকানা কিন্তু সুনিদৃষ্ট
সাড়ে তিন হাত মাঠির ঘর
রাজা প্রজা সকলের।
কবিতা অসাধারণ।
আমার ঠিকানা,কবিতা বেশ লাগল।
বেশ লাগলো ।
ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন ।
লিখা ইজ নাইস
ভালো লাগলো পড়ে খুব
শুভ কামনা