Today 05 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার পানসী নায়

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ২০/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 547বার পড়া হয়েছে।

সজনে ডালে ফিঙে বসে
গাইছে মধুর গান
কাশফুলের হিমেল ছোঁয়ায়
জেগে উঠে প্রাণ!

ভোরের ঘাসে তোমার আঁশে
শিশির দোল খায়
কাজল বিলে সূর্য হাসে
আমার পানসী নায়!

ডুব সাঁতারে চলে সে
পানকৌড়ির মত
শাপলা শালুক সবই আছে
চাইবে তুমি যত!

আমার বাড়ির মুড়ি মুড়কি
তোমার বাড়ির দই
গল্প দাদুর শোলক গুলো
হারিয়ে গেল কই!

৫২৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Bah sundor shoroter kotha
  bhalo laglo

 2. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  ভোরের ঘাসে তোমার আঁশে
  শিশির দোল খায়
  কাজল বিলে শাপলা হাসে
  আমার পানসী নায়!+++++++++++

  অনেক মিষ্টি একটি কবিতা।গানের মত গুনগুনিয়ে একটা রেশ রেখে গেল মনে জসীম ভাই। অনেক ভালবাসা/ শুভেচ্ছা রইল কবি। ভালো থাকবে।

 3. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  প্রকৃতি আর প্রেমে জাগরূক থাকুক আপনার প্রান। ভাল লেগেছে।

 4. সাঈদুল আরেফীন মন্তব্যে বলেছেন:

  কাজল বিলে শাপলা হাসে
  আমার পানসী নায়!

  জসিম উদ্দিন মুহাম্মদ এর ছোট্ট অথচ প্রকৃতিজাত এই ছড়াটি সত্যিই মন ছুঁয়ে যায়

 5. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  “ডুব সাঁতাৱে চলে সে পানকৌড়িৱ মত” খুব ভাল লাগলো

 6. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  কয়েকদিন দেখছি লেখা লেখি কৱেন না, কেনো?

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর। শোলক হারিয়ে গেছে আসঅলেই

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্ধকর লিখা
  মন দোলানো কাব্য
  দারুন প্রয়াস ……ভালই লাগলো ,,,,,,,,,,
  বেশ সুন্দর
  শুভ কামনা থাকলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top