Today 23 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার মন শত বছর ধরে

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ০১/০৮/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 999বার পড়া হয়েছে।

jjjjjjj

–    জসিম উদ্দিন জয় –

আমার মন সে তো, বড় অদ্ভুত বিচিত্র এক চিল।
প্রখর রৌদ্রে রুপের ঝলকে ঝিলমিল কোন এক ঝিল
একেঁবেকে শান্ত জলাশয় আর বিস্তৃর্ন বিরল এক বিল ।
কখনো বৃষ্টির প্রত্যাশায় উড়ে বেড়ানো শঙ্খ চিল ।

আমার মন সে তো, এক জলন্ত আগ্নেয়গীরীর আগুন
যখন প্রতারিত হৃদয়, লুন্ঠিত মানবোতর কষ্টের আগুন
কখনো কোকিলের মধুর গানে ডেকে আনা ফাগুন ।
ধানসিড়ি নদীর তীরে নিশীতে নৌকায় জ্বলানো লন্ঠন ।

আমার মন সে এক আলোকিত জোৎস্নায় ভরা,
জলে ভাসা পদ্ম আর ঠিকানাবিহীন স্বপ্নের ধরা,
আসমান-জমিন আগুন-পানি ভালো-মন্দের জড়া,
প্রেমপিরীতির বসতি আর পোড়া মাটির গড়া।

সেই তো আমার মন, নিয়মনীতির বাধঁন ছিরে,
একতারা বাউলের ভেসে গ্রাম বাংলার নদীর তীরে,
যাবো আমি বহু দূরে মেঠোপথে অরন্যের ভিড়ে,
ফিরবো না, থাকবো সেথায়, শত বছর ধরে ।

৯৯১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৩ টি মন্তব্য

 1. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো।

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কবিতা ভাল লাগল

  ছড়া লিখেন না আগের মত

 3. আলমগীর কবির মন্তব্যে বলেছেন:

  যাক আপনার মনের খবর পেয়ে গেলাম। ভাল লাগল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top