আমার রোদেলা সময় !
এই লেখাটি ইতিমধ্যে 852বার পড়া হয়েছে।
এক রাক্ষুসে সময়ের বিরান প্রহরে আমি একা
বয়ে চলেছি হৃদয়ের বুঁদ বুঁদ; অজান্তেই আঁকড়ে ধরা
দুহাতের মুঠোয় বালি আর নুড়ি পাথরের স্তূপ !
কখনও মনে হয়নি পাষাণ পৃথিবীর কোন এক কোণে হয়ত কেউ
দু হাত বাড়িয়ে আছে; তবু আনমনে ভেসে চলেছি
খরস্রোতা তটিনীর হাত ধরে
ক্ষয়িষ্ণু গিরিধারীর পিচ্ছিল তীর ধরে
যদিও পড়ে যাওয়ার ভয় আছে
তোমার শিখানো নামতা ভুলে যাওয়ার আশংকা আছে
তবু লতানো ডগার খুঁটি ধরে আমি তরতর করে ভেদ করতে চেয়েছি
ঘাস ফড়িংয়ের উড়ন্ত ডানা
বাহারি মেঘের শতদল
মধ্যাহ্ন রবির আলোক দেয়াল; কিন্তু বুকের ভিতর জমে থাকা
কাঁড়ি কাঁড়ি শূন্যতা ক্ষণে ক্ষণে আছড়ে পড়ে !
ক্ষণিকেই বুকের লাল রক্তে হিম শীতল পরশ পায়
বদলে যায় মুখের ধারাপাত
কেঁদে কেঁদে শেষ হয় আঁখি জল
তবু আমি একা; তবু ঠেকাতে পারিনি পদ্মা পাড়ের ভাঙন !
শোপিচের মত কাঠের আলমারিতে বন্দি করে রাখতে পারিনি
আমার রোদেলা সময় !
৯০২ বার পড়া হয়েছে
মধ্যাহ্ন রবির আলোক দেয়াল; কিন্তু বুকের ভিতর জমে থাকা
কাঁড়ি কাঁড়ি শূন্যতা ক্ষণে ক্ষণে আছড়ে পড়ে !
খুব ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল লাগল ।
অশেষ ধন্যবাদ আব্দুর রহমান ভাই ।
তবু আমি একা; তবু ঠেকাতে পারিনি পদ্মা পাড়ের ভাঙন !
শোপিচের মত কাঠের আলমারিতে বন্দি করে রাখতে পারিনি
আমার রোদেলা সময় !
সুন্দর………….
শুভ কামনা।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা কাশেম ভাই —- ।
দু হাত বাড়িয়ে আছে; তবু আনমনে ভেসে চলেছি
খরস্রোতা তটিনীর হাত ধরে
ক্ষয়িষ্ণু গিরিধারীর পিচ্ছিল তীর ধরে
যদিও পড়ে যাওয়ার ভয় আছে
তোমার শিখানো নামতা ভুলে যাওয়ার আশংকা আছে
অনেক অনেক সুন্দর কবি । চিন্তা চেতনা ব্যাক্তিত্ব সবকিছুতে অভিনবত্ব আছে।লেখনীতে যেমন চমৎকারিত্ব আছে তেমনি অভিনবত্ব।অনেক ভাল লেগেছে।অনেকদিন বেচে থাকুন সুন্দর সুন্দর কবিতা লিখতে থাকুন এই কামনা করি।ভাল থাকবেন।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আরজু আপু —- । আপনিও খুব খুব ভাল লিখেন । আমি আপনার লেখা
নিয়মিত পড়ার চেষ্টা করি । ভাল থাকুন সতত ।
চমৎকার
ধন্যবাদ আমির ভাই ।
তবু আমি একা; তবু ঠেকাতে পারিনি পদ্মা পাড়ের ভাঙন !
শোপিচের মত কাঠের আলমারিতে বন্দি করে রাখতে পারিনি
আমার রোদেলা সময় !
খুব সুন্দর কথামালা
অনেক অনেক শুভকামনা
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছবি আপু —– ।
অনেক ভাল লাগল।
বাহ বাহ
খুব সুন্দর ভাব ও ভাষা
ভাল লাগল
পড়ে বেশ ভাল লাগলো ,,,,,,,,,,,,,,,,,,,,,
নাইস লিখা……….
দারুন কাব্যতা ….মুগ্ধতা জানিয়ে গেলাম
শুভ কামনা রইল