নোটিশ
আমি ফিরে যাচ্ছি
এই লেখাটি ইতিমধ্যে 934বার পড়া হয়েছে।
“আমি ফিরে যাচ্ছি”
আজ সকালেও তোমার বাগানের গোলাপগুলি ফুটেছে,
আমি যখন এসেছি তখন বোধহয় আড়মোরা ভাঙল।
তোমার দুয়ারের ধুলো গুলোই বলে দিচ্ছিল, তোমার ঘুম ভাঙেনি
তুমি কি কাল রাতেও দেরি করে ঘুমিয়েছ?
তোমার মুখটি দেখিনা প্রায় তিন মাস…
পরপর সাতদিন তোমার দুয়ারে কড়া নেড়েছি
আমি জানি তুমি জেগে আছো, ফোনে কারও সাথে কথা বলছো
তবুও দরজা খুললে না…..
সত্যিকি আমি বডড পুরোনো হয়ে গেছি
আমার চোখে তো তুমি সেই নতুন, প্রাঞ্জল, উচ্ছল
প্রতিদিন তোমায় নতুন করে দেখি, প্রতিদিনই মুগ্ধতা
আমি ফিরে যাচ্ছি…..
কথা দিয়ে যাচ্ছি তোমার দুয়ারে আর কড়া নাড়বোনা
তুমি ঘুমাও, তোমার স্বপ্ন রাজ্যে আমি বডড বেমানান।
৯২২ বার পড়া হয়েছে
দারুন অভিমানী কবিতা , অশেষ সাধুবাদ জানবেন
খুব সুন্দর উপস্থাপনা
খুব ভাল লাগল ।
ধন্যবাদ আপনাদের। আমাদের অনুপ্রেরনাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।
আবার চেষ্টা করুন
ভালবাসলে হাল ছাইড়েন না।
কবিতা ভাল লাগল
thanks every all