Today 20 Oct 2018
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আলোকের যাত্রা (গুচ্ছ)

লিখেছেন: নুরুজ্জামান মাহ্‌দি | তারিখ: ০৮/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 413বার পড়া হয়েছে।

“যে আসে সে আসে

বার বার আসে

 

ফিরে যাবার জন্য আসে

 

যে যায় সে যায়

বার বার যায়

 

ফিরে আসার জন্য যায়”

 

“শঙ্কার দাঁড়িপাল্লায়

পরিমাপ করা

কিছুই মেলে না

অপ্রাপ্তি ছাড়া”

 

“আমার জানালা থেকে

মস্ত খোলা আকাশ

দেখা যায়

আমার মনটা কেন

আকাশ হলো না

 

আকাশ হলে

সব কিছুকে

ধারণ করা যেতো

এখন

দুঃখগুলোই উপচে

পড়ে যায়”

 

“ভাসা ভাসা সাদা মেঘ

বৃষ্টি কি ঝরায়

কুয়াশা ঘন ঘোর

জল কি গড়ায়”

“মনে পড়ে সেই মুখখানি

দূর দীপ রেখা

চোখে লেগেছে ঝলক

প্রথম বারের দেখা”

 

“অনেক দিনের পরে

আবার হবে দেখা

তুমি থাকবে একা

আমিও কিন্তু একা”

 

 

৯৬৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ভালবাসা ভালবাসতে ভালবাসি
সর্বমোট পোস্ট: ৩০ টি
সর্বমোট মন্তব্য: ১৩৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৩ ১০:৩০:৫৭ মিনিটে
Visit নুরুজ্জামান মাহ্‌দি Website.
banner

১২ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে।

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভার লাগল কবিতাটি । শুভ কামনা ।

 3. নুরুজ্জামান মাহ্‌দি মন্তব্যে বলেছেন:

  ভার লাগলেও ভাল
  ভাল লাগলেও ভাল
  ধন্যবাদ জনাব

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অনেক দিনের পরে

  আবার হবে দেখা

  তুমি থাকবে একা

  আমিও কিন্তু একা”

  হুম এটাই যে নিয়ম ।

  ভাল লাগল কবিতা

 5. আরজু মন্তব্যে বলেছেন:

  “আমার জানালা থেকে

  মস্ত খোলা আকাশ

  দেখা যায়

  আমার মনটা কেন

  আকাশ হলো না
  আকাশের মতই তো মনে হচ্ছে মনটা।ভাল লেগেছে কবিতা।ধন্যবাদ।

 6. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  মাঝখান থেকে ৫০৮বার কবিতাটি প্রদর্শিত হয়েছে দেখে আশ্চর্য হলাম।লেখাটি বিশেষ না হলেও ভাল লেগেছে।

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো তবে লাইন গুলো এতো ওতো দুরে দুরে কেনো
  ভাল ভাবনা

 8. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব ভালো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top