নোটিশ
আলো আঁধার
এই লেখাটি ইতিমধ্যে 1040বার পড়া হয়েছে।
আলো আঁধারের খেলা
শেষ হোক এই বেলা
আলোতে ঝলমল
আনন্দের কোলাহল।
অন্ধকারের বাঁশি
পায় যে আমার হাাসি
বাজায় বলো কেে
বাতি জ্বাালিয়ে দে।
আলোতে যায়না দেখা
ঘরে যে আমি একা
আঁধার নেমে এলে
যেওনা আমায় ফেলে।।
১,০৯৬ বার পড়া হয়েছে
সুন্দর।
সুন্দর
আলো আঁধারকে বিবিধ আখ্যা দেবার যুক্তি কি?এটি কবিতা বা ছড়া হবে–তাই না?
তবে ছোটদের হলে আরও ভাল হয়েছে বলতে হবে।
কয়েকটি বানান ভুল আছে সংশোধন করে নিবেন।
চেষ্টা খুবই ভালো হয়েছে। আশা করি বানানের দিকে মনযোগী হয়ে সামনে ভালো কিছু ভাবপূর্ণ কবিতা উপহার পাবো।
ভাল লাগল , ধন্যবাদ কবি ।