Today 18 Jun 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ইচ্ছে হয়

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ৩১/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 806বার পড়া হয়েছে।

love-quote-wallpapers

—— জসিম উদ্দিন জয় ——-

ইচ্ছে হয় তোমায় নিয়ে হারিয়ে যাই
দূর নীলিমায়,
যেখানে সবুজ সংসার পেতে
পাখীরা গান গায়।

ইচ্ছে হয় সাতরংঙে সাজাই প্রিয়া,
তোমার দেহঘর,
যেখানে আপনভূবনে জ্বলবে
হৃদয়ের বাতিঘর।

ইচ্ছে হয় ভালোবেসে তোমায়
গড়ি ভালোবাসার প্রেমমহল,
যেখানে সম্রাজ্ঞী তুমি, সাম্রাজ্যজুড়ে
থাকবে প্রেমের দখল।

ইচ্ছেগুলো সত্য হবে আমায় ভালোবেসে
থাকো তুমি থাকো পাশে,
সানাইয়ের সুরে পরীরা আসবে উঁড়ে,
হৃদয়ের আরো কাছে।

৭৮৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৪ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বাহ
  বেশ সুন্দর

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ইচ্ছে পুরন হউক

  সুন্দর লাগল শুভকামনা

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ইচ্ছে পূরণ হোক পুরোটাই সে কামনা করি
  শুভ কামনা সবসময়

 4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  সানাইয়ের সুরে পরীরাও আসবে ! তাহলে নিশ্চয় আমাদের আর আসা হবে না ! 😛
  ভালো লিখেছেন ইচ্ছে নিয়ে । শুভ কামনা কবি ।

 5. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

  Thanks to All ….

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top