Today 26 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ইন্টারভিউ~

লিখেছেন: হরিশঙ্কর রায় | তারিখ: ১৬/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 947বার পড়া হয়েছে।

তুমি জানতে চেয়েছ-
আমার ফেলে আসা ইতিহাস,
অথবা কেন এই পথ চলা ।
শোনো তবে-
আমার আবেগী রসায়ন
বর্ণহীন যৌবনে হা-মুখে চেয়েছিল ।
শব্দক্ষুধায় ডুবে থাকতে থাকতে
মধ্যতিরিশের যন্ত্রণা;
একটা অদৃশ্য মোড়কে বন্দী করে অতীত ।
মুক্তি এবং অতঃপরের দহন শেষ দেখি
বয়ে যাচ্ছে বেলা ; আর
অন্তর্লীনে এসে মগ্ন থেকেছি এই মাটিতেই ।
দহন-সুখে চাষাবাদ করে-করে
এখন হয়েছি শব্দচাষী ।
আর কী জানবে তুমি বলো ?
এই যে বুকটা চিরে দিলাম-
যা যা জানার আছে জেনে নিও ।

এই সব সরল উক্তিতে যদি উত্তর পেয়ে যাও, আসবে তো ?
আগামী বসন্তগুলো পার করে দেব একসাথে,
অতঃপর হিসাবের খাতাগুলো বর্ণ ছড়াবে আগামীর নগদানে ।
===========
১৬ নভেম্বর, ১৪ ॥
কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥

৯৩৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার প্রত্যাশায়...
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ১৮৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-০১ ০৩:০০:৪৩ মিনিটে
Visit হরিশঙ্কর রায় Website.
banner

৪ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  এ এক অন্য অধ্যায় লেখা
  ভাল লাগল

 2. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  অধ্যায় গুলো এভাবেই যেন জীবনের সাথে বাঁধা পড়ে যায়

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আসুক ফিরে সে। ভাল লাগল কবিতা

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  অসাধারণ লিখা বেশ ভাল লাগলো
  আপনার জন্য শুভ কামনা থাকলো
  আপনার কিন্তু ইন্টাভিউ নিবো …………..কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top