ঈদ নিয়ে কয়েকটি ছড়া
এই লেখাটি ইতিমধ্যে 2089বার পড়া হয়েছে।
১

ঈদের চাদ বাঁকা
নেই তো কোন চাকা
তবু দেখ তারে
যায় না ধরে রাখা
২

ঈদ এলো গগন জুড়ে
ঈদ এলো নতুন সুরে
ঈদ এলো ঈদ এলো
ঈদ এলো বছর ঘুরে।
৩

খোকন সোনা ধরছে দেখ
নতুন জামার বায়না
ঈদের দিনে, খুশীর দিন এ
লাগবে গয়না আয়না।
২,২১৭ বার পড়া হয়েছে
আর একটু ভাল হলে আরও ভাল লাগত।
মন্তব্যটি সুন্দর হয়েছে।
খুব ভাল লাগল ।
ধন্যবাদ ভাই।
ছবিটির সাথে কবিতাটি খুব ভাল লাগল।
ছড়া লিখতে চেষ্টা করেছি আরিফ ভাই।
ঈদের আগেই ঈদের ছড়া, অগ্রিম আনন্দ পেলাম ।
হ্যাঁ, অগ্রিম আনন্দ। অগ্রিম ঈদ। অগ্রিম শুভেচ্ছা ও অগ্রিম খুশী
ঈদ নিয়ে ছড়াগুলো ভাল লাগল।
ধন্যবাদ আমির ভাই।
শুভেচ্ছা
কৃতজ্ঞতা
ধন্যবাদ
ঈদ আবার আসবে
এই ছড়াটা মনে থাকবে।
বাহ্ ! সুন্দর লিখেছেন ।
খুব ভাল লেগেছে ।
শুভ কামনা করছি ।
খুব সুন্দর