Today 02 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ঈদ

লিখেছেন: কামাল উদ্দিন | তারিখ: ০৫/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1788বার পড়া হয়েছে।

ঈদ এসেছে সবার ঘরে এবার নতুন সাজে
খুকীর পায়ে নুপুর যেন রিনিঝিনি বাঝে ।

নুপুর বাজে ঝনঝনা ঝন ফুর্তি সবার মনে
খোকা খুকী সাজবে ঈদে নতুন জামাই কনে ।

ঈদের জামা সবার গায়ে হরেক রকম বাহার
একটি খোকা একটি খুকি পায়নি জামা আহার ।

তোমরা সবাই করছ যখন সেমাই পিঠের ভোজ
তোমার মতো একটি শিশু উপোষ করে রোজ ।

তোমরা যখন ঈদগাহে যাও আতর গোলাপ মেখে
পথের পাশেই সেই খোকারা দাঁড়িয়ে শুধুই দেখে ।

ঈদটা যেন সব তোমাদের পায়নি তারা ভাগে
দুঃখগুলো তাদের মনে কাতর হয়ে জাগে ।

এবার ঈদে সেই খোকারেএকটি জামা দিও
তার বদলে অনাথ দুখির ভালবাসা নিও ।

তাও না পারো সেই খোকারে আনবে দাওয়াত করে
ঈদের খুশি পৌছে দিতে সব শিশুদের ঘরে ।

১,৭৭২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র –নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র ……
সর্বমোট পোস্ট: ২৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-১৪ ০৫:২৮:১৯ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

 1. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  ভাল লাগলো। ঈদ মোবাৱক

 2. খন্দকার মোঃ আকতার-উজ-জামান সুমন মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো। আমাদের সবার উচিৎ অনাথ, অসহায় শিশুদের পাশে দাড়ানোর। ঈদের আনন্দ ছড়িয়ে পরুক সবার মাঝে।

 3. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  ঈদ নিয়ে আপ্নার প্রকাশ ভঙ্গি ভাল লেগেছে। ঈদ সবার মাঝে বয়ে আনুক আনন্দ। ঈদ শুভেচ্ছা।

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব খুব সুন্দর ।
  ঈদ মোবাৱক

 5. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  ছবিটাৱ কৃতজ্ঞতায় কি ইন্টাৱ?

 6. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  ঈদ মোবারক।

  শুভেচ্ছা নেবেন কামাল ভাই।

 7. হামি্দ মন্তব্যে বলেছেন:

  ঈদ মোবারক ।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  দারুন লিখেছেন কামাল ভাই

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top