Today 23 Aug 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

উদ্বাস্তু

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ৩০/০৪/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 771বার পড়া হয়েছে।

রাস্তায় বসে থাকা অসহায় মানুষগুলো

কেউ কাজের খোজেঁ

অথবা কেউ বাসের খোজেঁ

ছল ছল চোখে

খোন্তা কোদাল হাতে

একটু দয়ার অপেক্ষাতে

কখনও কখনও সারা দিন পার করে…

বড় বড় অট্টালিকার শহরে

একমুঠো ভাতের দাম তাদের কাছে

হাতের মুঠোর বাইরে থাকে,

সভ্যতার আড়ালে মানবতা দুখরে মরে ।

তাদের চোখেও হাসি ফোটে

একটা কোন নতুন দিনে

অপেক্ষারত ছোট্ট মুখে

একটি দানা তুলে দিলে,

অথবা কোন রঙিন দিনে

লাল পিরানে জড়িয়ে দিলে,

বাস্তবতার কষাঘাতে যখন তারা

নিম্নবৃত্তের নাম ধরে

আমাদেরই পাশে অসহায়ত্বের সাক্ষী হয়ে

সমাজ নামক সাত পাকে বাঁধা পড়ে

আমরা তখন অধীর সুখে

জীবনের সব শখ পূর্ণ করি

স্পর্শের বাইরে জীবনগুলো

উপলব্ধির গেড়াকলে

বার বারই হোচট খেয়ে

নিজেকে নিজেই প্রশ্ন করে

হতভাগ্য জীবনটা কি আমাদেরই প্রাপ্য ছিলে…?

 

 

 

 

 

৮৩৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  বড় বড় অট্টালিকার শহরে
  একমুঠো ভাতের দাম তাদের কাছে
  হাতের মুঠোর বাইরে থাকে,
  সভ্যতার আড়ালে মানবতা দুখরে মরে ।

  সাঈদ ভাই খুব ভাল লাগল কবিতা।
  সভ্যতার আড়ালে মানবতা ঢুকরে মরে ।

  অনেক ধন্যবাদ/শুভেচ্ছা রইল।ভাল থাকবেন কেমন।

 2. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

  ধণ্যবাদ, আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য । আসলে আমরা সব কিছু করেও অধিকার হারাদের অধিকার ফিরিয়ে দিতে পারছিনা । সবার সম অধিকার থাকলে দেশ স্থিতিশীল হবে । ভালো থাকুন সবসময় ।

 3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  মানবতার দুয়ারে যখন কবিতা ! খুব সুন্দর হয়েছে —- ।

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  মে দিবসের ওপরে সুন্দর একটি লেখা।ধন্যবাদ।

 5. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  ভাবনার দারুণ উপস্থাপন। চমৎকার কাব্যিকতা। ভালো লাগলো খুবই। শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top