Today 26 Mar 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

উষ্ণতা হতে চাই

লিখেছেন: dr.daud | তারিখ: ২৬/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 682বার পড়া হয়েছে।

জানো তোমাকে সাত সকালে কেন লিখছি
কারণ আমি সকাল দেখেছি
সকালের সকল পরতে পরতে প্রেম দরকার
আমি সেই প্রেমের প্রেমিক হতে চাই
আমি উষ্ণতা হতে চাই
মাঘের এই কন কনে প্রভাতে মিটাতে চাই সমস্ত হাহাকার।

ছন্দের ধন্ধে আর কতো কবিতা রবে রুদ্ধ
আর কতো শিশির ঝরবে নিঃশব্দ
ঊষার কোলে লালিমা ছড়াক না ছড়াক
আমি তোমার পরমা হতে চাই।

আমি উষ্ণতা হতে চাই
খেজুর রসের ফোটায় ফোটায় যে উষ্ণতা
মধুরতা মেখে তোমার হৃদয়ের বোটায় পৌঁছে যেতে চাই।
হাড় কাঁপা ঠাণ্ডায় প্রভাতের প্রথম তীব্রতা
আমি সেই তীব্রতায় উজাড় করে দিতে চাই সমস্ত প্রেম
অনন্ত কাল ধরে আমি করেছি লালন
তোমার একান্ত প্রবণে আজ তা সলিত হোক।

দাউদুল ইসলাম

৬৭৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ভালবাসি কবিতা পড়ি, কবিতা লিখি কবিতার সাথে থাকি।
সর্বমোট পোস্ট: ৯ টি
সর্বমোট মন্তব্য: ৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৭-০৩ ০২:৪৯:০৭ মিনিটে
Visit dr.daud Website.
banner

৭ টি মন্তব্য

 1. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  ভাল লাগা রইল প্রিয়।শুভকামনা নিরন্তর।

 2. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  আমি উষ্ণতা হতে চাই

  বাহ সুন্দর কবিতা। অনেক ভাললাগা। শুভেচ্ছা রইল।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।

 4. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  খুব ভালো লাগলো প্রেমের কথামালা।
  প্রেমতো উষ্ণ হবেই।

  শুভেচ্ছা কবি

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভাল লাগায় ভরপুর কবিতা লিখে যান অবিরত

 6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  ‘আমি উষ্ণতা হতে চাই’ না কি ‘আমি উষ্ণ হতে চাই’?
  ‘তোমার একান্ত প্রবণে আজ তা সলিত হোক। ‘ এখানে ‘সলিত হোক’ মানে কি ডা: সাব?

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ ভালো লিখনী

  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top