এই আমি ………
এই লেখাটি ইতিমধ্যে 1460বার পড়া হয়েছে।
আমি ক্লান্ত আর পারছিনা যুদ্ধ করতে জীবনের সাথে
কোন এক সময় বাবা বলতো ভাঙ্গবী তো মচকাবি না,
কিন্তু কেন জানি মনে হচ্ছে মচকে পড়ে যাচ্ছি।
জীবনটা আসলেই এক রনক্ষেত্র।
চলার পথে কত কি ঘটে কত কিছুর মুখো মুখি হতে হয়।
কত স্বপ্ন ছিল আসা ছিল লেখা পড়া করে বড় হবো।
অনেক বড় হয়ে সমাজের অবহেলীত মানুষ গুলোর পাশে আমি দাড়াবো।
কিন্তু কি র্দুভাগ্য আমার আজ আমি সমাজের কাছে অবহেলিত।
নিজেই যেখানে উঠে দাড়াতে একজনের সহযোগিতা চাই
সেখানে অন্যকে কি করে দাড়াতে সাহায্যে করবো।
তার পর ও থেমে যাইনী।
আজ ও স্বপ্ন দেখি হয়তো কিছু হবে।
অর্থের টানা পোড়নে বার বার পিছনে পড়ে যাই
সবাই বলে একদিন তুই অনেক বড় হবি।
সেই বড়টা কবে হবো জানি না।
কোন কাজে ব্যর্থ হয়নী।
তার পর ও পুরোটা জীবন ব্যর্থ আর ব্যর্থ।
হয়তো পরাজয় আমার সুখ
তাই মেনে নিতে হয় তাই মেনে নেয়া।
১,৫০৫ বার পড়া হয়েছে
আমি ক্লান্ত সেই দিন হব শান্ত। ভাল লাগল।
নামকি চেঞ্জ করলেন নাকি?নাকি আপনি ভিন্ন কেউ?
হা ভাই রব্বানী নাম বদল করলাম
ঠিক আছে। লেখা চালিয়ে যান আপু।
কবিতা ভাল লেগেছে।
আমি ক্লান্ত আর পারছিনা যুদ্ধ করতে জীবনের সাথে
কোন এক সময় বাবা বলতো ভাঙ্গবী তো মচকাবি না,
কিন্তু কেন জানি মনে হচ্ছে মচকে পড়ে যাচ্ছি।
জীবনটা আসলেই এক রনক্ষেত্র।
ভাল লেগেছে কবিতা। জীবন টা এই অর্থে যুদ্ধক্ষেত্র। ….কুসুম শয্যা নয়। জ্ঞানীরা তো তাই বলে। কিন্তু ওই যে সবাই বলে সার্ভাইব বা হতাশা র কথা আমি বলিনা। ..চাইনা কেও ওইভাবে হতাশ হোক। ছোট জীবনে আমরা জীবনে দুঃখ অন্ধকার হতাশা আসবে বা আছে। …আবার আছে তার সাথে আনন্দের নানাবিধ উপকরণ , ছোটখাট সুখ। আমরা তা থেকে খুঁজে নেই জীবন বৈচিত্রের সব উপকরণ হতাশার বদলে। একজন কেখ্যক কবি হিসাবে সমাজকে দেখতে সাহায্য করি জীবনের সুন্দর দিকগুলি। আমাদের সবার জীবন হোক সুন্দর ,আনন্দের। ..এই হোক আজকের প্রত্যাশা।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ভাল থাকুন।
আত্মকেন্দিক লেখা ভালোই; তবে প্রচুর বানানভুলে আমি বিরক্ত কিন্তু। যেমনঃ রনক্ষেত্র=রণক্ষেত্র, ভাঙ্গবী=ভাঙবি, কি=কী, মুখো মুখি=মুখোমুখি, আসা=আশা,লেখা পড়া=লেখাপড়া,অবহেলীত=অবহেলিত, মানুষ গুলোর=মানুষগুলোর, দাড়াবো=দাঁড়াবো এমন ভুল যা কেউ ধরিয়ে না দেয়া মানেই লেখকের ক্ষতি করা, তাকে সঠিকপথে না চালানো।
খুব ব্যাস্তার মধ্যে লেখা তাই অফিসের কাজের চাপে মগজটা কে একটু ধোলাই করব ভেবে লিখতে বসা ধণ্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য
ভুলগুলো বাদ দিলে কিন্তু বেশ ভালোই বলতে হয়।
কবিতা ভালো লেগেছে… তবে অনেক বানান ভুলে তা দৃষ্টিকটুও লেগেছে |
শওকত ভাইর সা্থে সহমত পোষন করছি