Today 19 Mar 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

`এই ঘর আমার নয়’ – জাফর পাঠান

লিখেছেন: জাফর পাঠান | তারিখ: ১০/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 931বার পড়া হয়েছে।

এই ঘর আমার নয়
জাফর পাঠান

কোন্ ইন্দ্রজালের ধরায় বেঁধেছি বাসা
অবিরাম ভালোবাসা-যেথা শুধু দূরাশা
আশার যদি বাঁধি বাসা, পুষি উচ্চাশা
মনে হয় গড়ছি নিরাশা-সবি ধুঁয়াসা।

স্বপ্নের ঘর হয়ে যায় পর-হলে নিথর
সূচনায় জঠর-মৃত্তিকা যাত্রা অতঃপর,
রেখে যাই সর্বস্ব, আদুরে দেহ জহর
জনম থেকে জন্মান্তর, ধারা নিরন্তর।

কিসের আশায় এসেছি-নশ্বর চরাচরে
ইচ্ছার সমাধি খুঁড়ে, যাত্রা অচিনপুরে,
প্রশ্ন আসে প্রশ্নকে ঘিরে-অনন্ত নিগূঢ়ে
স্থায়ী বাস কে করে-আমার বসতঘরে।

কুঞ্জবনে অফলা বৃক্ষ, যত ফলাই ফল
মর্ত্যের মরু বুকে আমি একবিন্দু জল।

৯১৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
POET & JOURNALIST
সর্বমোট পোস্ট: ৬৩ টি
সর্বমোট মন্তব্য: ১৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-২৪ ০৪:০৫:৪১ মিনিটে
Visit জাফর পাঠান Website.
banner

১৪ টি মন্তব্য

 1. Crown. মন্তব্যে বলেছেন:

  অনেক সুন্দর একটা কবিতা ! ভাল লাগল পড়ে !
  দোয়া রাখবেন যেন আমরাও মনের.ভাব তুলে ধরতে পারি !

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ ভাই সুন্দর ছন্দবদ্ধ কবিতা ভাল্লাগছে

 3. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

  এই ঘর আমার নয়, কবিতার শিরোনাম ও কবিতার গাঁথুনিঅনেক সুন্দর।

 4. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

  কবিতার ভাব ভালো লেগেছে । ধণ্যবাদ ।

 5. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

  আশাই জীবনের বেঁচে থাকার প্রেরণা যোগায়

  • জাফর পাঠান মন্তব্যে বলেছেন:

   সেই বেঁচে থাকা ও না থাকাকে কেন্দ্র করেই আমার এই লেখা / যেখানে সারাটি জীবন থাকে বুক ভরা আশা / বিদায়ে সে আশা ভেঙ্গে হয়ে যায় দূরাশা / হিসাব মিলালে মিলে শুধুই ধূয়াসা । ভালো থাকুন সতত।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অসম্ভব ভাল লাগা রইল।

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কিসের আশায় এসেছি-নশ্বর চরাচরে
  ইচ্ছার সমাধি খুঁড়ে, যাত্রা অচিনপুরে,

  তাইতো আমি সবার তরে বলছি নিরন্তর
  সময় ঠিক করে নাও তোমার আসল ঘর।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কাব্যতা ইজ ফাইন
  ভেরি ফাইন ……………..ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top