নোটিশ
এই তো আমি হাত পেতেছি
এই লেখাটি ইতিমধ্যে 281বার পড়া হয়েছে।
এই তো আমি হাত পেতেছি তোমার কাছে
এ হাত ছুঁয়েই বৃষ্টি নামে,বর্ষা আসে।
দাবানলের ভাগ্যে চিরকাল আগুন লেখা থাকে
সৌভাগ্যে কখনও জল-লেখা হয়
বৃষ্টি রেখার অযুত পাকে।
কর্মরেখায় কখনও শামুক,কখনও ঝিনুক
মুক্তো হাসে তরলিত স্পন্দনে।
তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক
দাও ছড়িয়ে মানবতার বন্ধনে।
*
৩৮৯ বার পড়া হয়েছে
Tags: সাহিত্য
খুব ভালো লাগলো আপনার কবিতা। ভালোবাসাকে মানবতার সেবায় ব্যবহারের আহবান প্রসংশার দাবী রাখে।
“খুব ভালো লাগলো আপনার কবিতা। ভালোবাসাকে মানবতার সেবায় ব্যবহারের আহবান প্রসংশার দাবী রাখে”
অশেষ ধন্যবাদ।
ভাল লেখার প্রচেষ্টা সার্থক হোক আপনার,আমার,সকলের।
তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক
দাও ছড়িয়ে মানবতার বন্ধনে।
সুন্দর কবিতা…ভালো লাগল….
অশেষ ধন্যবাদ মিলন ভাই।।
ভাল লেখার প্রচেষ্টা সার্থক হোক আপনার,আমার,সকলের।
তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক
এই কথা গুলো সম্ভাবত আপনার অন্য কোন কবিতায় দেখেছি।
তবু ভাল লেগেছে….।
“তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক
এই কথা গুলো সম্ভাবত আপনার অন্য কোন কবিতায় দেখেছি।”
হতে পারে।
অশেষ ধন্যবাদ কাশেম ভাই।।
ভাল লেখার প্রচেষ্টা সার্থক হোক আপনার,আমার,সকলের।
কবিতার শুরুর দিকটা আমার বেশী ভাল লেগেছে–
এই তো আমি হাত পেতেছি তোমার কাছে
এ হাত ছুঁয়েই বৃষ্টি নামে,বর্ষা আসে।
দাবানলের ভাগ্যে চিরকাল আগুন লেখা থাকে
সৌভাগ্যে কখনও জল-লেখা হয়
বৃষ্টি রেখার অযুত পাকে।
“কবিতার শুরুর দিকটা আমার বেশী ভাল লেগেছে–”
আপনার ভাল লেগেছে এটাই তো বড় পাওয়া,তাপস ভাই।
আমার কাছে মনে হয়েছে – শেষ চারটি লাইন কবিতাটির হাইলাইটস ।
লাইনগুলো ভালো লেগেছে
আমি সেটাই চেষ্টা করেছি।
জানি না কতটা পারলাম,
খুব খুশি হলাম ।
ড্রাফটে রাখা লেখা কিভাবে পাওয়া যাবে ?
ওই পোষ্টটা ড্রাফটে নিয়েছিলাম, এখন খোঁজে পাচ্ছি না
ড্যাশ বোর্ডে ক্লিক করুন,ওখানে ড্রাফট অপশনটা পাবেন,ওটাকে এডিট করুন,
তারপর পাবলিশ করুন।
না হলে নতুন করে পোস্ট দিন,তাতে ঝামেলা কম,পোস্ট সরাসরি প্রথম পাতায় আসবে।
আমার একটা লেখা ড্রাফট থেকে পাবলিশ করে প্রথম পাতায় আসেনি,কেউ মন্তব্যও করেনি।
সুন্দর কবিতা :))
তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক
দাও ছড়িয়ে মানবতার বন্ধনে।
সর্বক্ষেত্রে আমরা চাই সুন্দর মানবতার বন্ধন।
খুব সুন্দর ছন্দতা বেশ মিষ্টি
চমৎকার ভাবনা