Today 18 Apr 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এই পথে…৷

লিখেছেন: আহমেদ রুহুল আমিন | তারিখ: ১৯/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 679বার পড়া হয়েছে।

এই পথে যাওয়ার হাজার রকম কারণ আছে-
এই পথে যেতে অনেক সময় বারণ আছে ৷
এই পথই তোমায় নিয়ে যাবে অনেক দুর-
এই পথই তোমায় নিতে পারে অচীনপুর ৷
এই পথেই যেতে চোরা-গুপ্তা হামলা হয় –
এই পথের মাঝে ‘নুইসেন্স অ্যাক্টে’মামলা হয় ৷
এই পথেই তুমি হতে পারো পিকেটিং –
এই পথেই ধরা কিংবা ব্লাক টিকেটিং ৷
এই পথেই খোলা রেলপথে রয় ফিসপ্লেট-
এই পথেই থাকে তীক্ষ্ণ ধারের ‘সোর্ড ব্লেড’ ৷
এই পথের শেষে দিগন্তজোড়া মেঠো পথ-
এই পথেই দেখা মেলে সাগর-নদীপথ ৷
এই পথে তড়িৎ-বেগে দিতে আকাশ পাড়ি-
এই পথেই যেতে হবে শেষে ‘নিজ বাড়ি’ ৷
এই পথেই তোমার মিলবে দেখা অনেক পথে –
এই পথ গুলো সব মিলবে যখন একটি পথে ৷
এই পথেই খেজুর কাটা দিল ‘বুড়ি’ রোজ –
সেই পথের কাটা সরিয়ে ‘নবী’ নিল খোঁজ ৷
এই পথের শেষে একদিন’তো পথ হারাবে-
সেই পথের সন্ধান দিতে ‘জনগণ’ দাঁড়াবে ৷৷
—————-

৭৪২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় । #চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় । # প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) । # প্রিয় ব্যক্তি : মা-বাবা । # যা আশ্চয্য করে : পবিত্র কোরআন, বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি । #দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

  পথের সন্ধান দিতে একদিন জনগণ ঠিক-ই দাঁড়াবে।…………………।চমৎকার কবিতা।

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুউব সুন্দর হইছে

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  চমৎকার হয়েছে। ভাল থাকুন।

 4. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  অনেক ভালো লাগলো ।

 5. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ সকলকে মন্তব্য প্রদানের জন্য ৷ সেইসাথে সম্মানীত মন্তব্যকারীদের জানাই আন্তরিক মোবারকবাদ ৷

 6. আরজু মন্তব্যে বলেছেন:

  এই পথে যাওয়ার হাজার রকম কারণ আছে-
  এই পথে যেতে অনেক সময় বারণ আছে ৷
  এই পথই তোমায় নিয়ে যাবে অনেক দুর-
  এই পথই তোমায় নিতে পারে অচীনপুর ৷

  এই পথ তোমায় নিতে পারে সাফল্যের দৌড়গোড়ায়।
  মানি কবিতা লিখায়।সুন্দর কবিতা।ধন্যবাদ।

 7. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ আপু , উত্সাহ দেয়ার জন্য ৷ Specially thanks to you.

 8. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন সতত ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top