Today 05 Jun 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একাকিত্বের বুনো রাজ্যে

লিখেছেন: নাজমুল হক পথিক | তারিখ: ২৫/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1024বার পড়া হয়েছে।

baa75a1e9d1fab621261ff5da987e290

একাকিত্বের বুনো রাজ্যে
———————
— নাজমুল হক পথিক

একটা বুনো রোদ আমার রাজ্য দখল করে নিয়েছে ।
এক অন্ধ আক্রোশে ।
এক ফোটা বৃষ্টি চাই এই বৃষ্টিহীন জীবনে ।
একাকিত্বের বুনো রাজ্যে
শুধু রোমাঞ্চিত বিলাপ ।
বিমুখ নারীর ওষ্ঠের ঘ্রান
লেগে আছে মৃতের মতো এই প্রেত আধারে ।
ঘুটঘুটে আধার রাতে
মৃত্যুই শুধু মহা সত্য হয়ে
হৃদয়ের সন্মুখে দাঁড়িয়ে থাকে ।
সেই অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে দেখলাম ,
কত ভবঘুরে সর্কাসের ভাঁড় ,
নিভৃতে অশ্রুপাত কত ক্লান্ত বাঁশিওলার ।
হোটেল লবিতে বসে
প্রথম দেখেছিলাম তোমায় ক্ষুধা উগ্রতায় ।
সেই তরতাজা চেহারা
আমার ভাটি বাংলার হাওড়ের মতো ।
পৃথিবীর সব এ্যাডভেঞ্চারের স্বাদ নিয়েছি,
গভীর আস্থায় ।
পান্থশালায় মোমের আলোয়
দেখেছি সেই মুখ ছন্নছাড়া জীবনে ।
ট্রয় নগরী আজও জীবন্ত হয়ে আছে,
আমার রক্ত বাসনায় ।

১,০০৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নেত্রকোণা জেলার সুসং দুর্গাপুরে ১৯৭০ সালে জন্ম । ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ ডিগ্রী অর্জন করি । বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়জিত আছি । লেখা লেখির শুরু স্কুল জীবন থেকেই । বর্তমানে প্রথম আলো ব্লগ, গল্প কবিতা ডটকম, চলন্তিকা ব্লগ, জলছবি বাতায়ন, সামহোয়র ইন ব্লগ, শব্দনীড় ব্লগ, চতুর্মাত্রিক প্রভৃতি ব্লগে নিয়মিত লিখছি । আমার ই-মেইল nazmulpathik@gmail.com , মুঠোফোন 01720018092 , 01938769642 ।
সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ১৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-২১ ০৭:০৫:৩৪ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বেশ ভাল লাগল ।

 2. সাঈদুল আরেফীন মন্তব্যে বলেছেন:

  ভালোলাগার আবেশ ছড়ালো কবিতার পরতে পরতে। নাজমুল হক পথিক শুভেচ্ছা ।

 3. কামাল উদ্দিন মন্তব্যে বলেছেন:

  ভালো লাগা রেখে গেলাম :rose:

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অনেক ভাল লাগল কবিতা। শুভকামনা।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবি নাজমুল হক পথিক আপনার ভাবনা আমার বেশ ভাল লেগেছে
  দারুণ মুগ্ধকর লিখা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top