Today 14 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একাকীত্ব

লিখেছেন: আহমেদ নিরব | তারিখ: ১৭/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 918বার পড়া হয়েছে।

খুব আঁধার চারপাশ

ভেজা ময়লাগুলোর ওপর শুকুরের পায়ের ছাপ,

সবচেয়ে বড় গাছটিও বুঝি উপড়ে পড়বে।

শকুনের স্পর্শ আজ তোমার ঊরুতে

অপ্রিয় শব্দগুলো বারবার বাজছে আমার কানে

আর সব ব্যাথারা দেয়াল হয়ে কাঁপছে আমার মনে।

সময়ের শেষেও আলোর খোঁজ নেই

অনেক সকাল তবুও গ্রামের মানুষগুলো এখনো ঘুমিয়ে,

উজানেও সাগরের বুকে জল নেই

গরম পানির বৃষ্টিতে মরুভূমির বুক আরও খাঁ-খাঁ   

কুকুরগুলো তেড়ে চলেছে শুধু তোমার দিকে

আমিও তো একজন!

তবে আমায় কেন কেউ দেখে না

দাড়িয়ে আছি একহাতে হাড় আর অন্য হাতে পচা কলিজা নিয়ে

তবুও কুকুর শকুনের দেখা নেই!!

৯৮১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ৯৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-১৩ ০৫:৩৫:২০ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  আমিও তো একজন!

  তবে আমায় কেন কেউ দেখে না

  বাহ চমৎকার এক্সপ্রেশান।চমৎকার লাগল কবিতা ।শব্দ বাক্য বিন্যস গোছনো।

  অনেক ধন্যবাদ অনেক শুভকামনা ভাই।

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  সুন্দর ভাবের প্রকাশ । ভাল লাগল । ভাল থাকুন ।

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  বিরহ কিছু কথাগুচ্ছ ভিন্নরুপে প্রকাশিত , যা সবাই পারে না ।
  অসংখ্য লেগেছে ভাল ।

 4. নুরুজ্জামান মাহ্‌দি মন্তব্যে বলেছেন:

  আঙ্গিক সুস্পষ্ট, ভাবের আধিক্য
  চলন মানানসই………

  চলনটা যুৎসই হোক আরো………….

  ভালো হয়েছে
  আরো ভালো হবে………

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন মুগ্ধকর লীখা
  সুন্দর কাব্য
  শুভ কামনা
  বৈশাখী শুভেচ্ছা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top