Today 15 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একি পাপ?

লিখেছেন: এম আর মিজান | তারিখ: ১৪/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 859বার পড়া হয়েছে।

তুমি আসোনা নিজেতে আমিই ডাকি
রজনির নেশাঘোর কালোতে,
এসে থাকনা এসে চলে যাও জ্বলে কামাগ্নি
গোপনে জ্বলে নিভৃতে।

তাতেই জ্বলি আমি তাতেই পুড়ি
জ্বলে পুড়ে অবশেষে তাতেই নিভি,
ফেরদৌসি সুখ কভূ তাতেই খুঁজি
তাতেই কদাচিৎ সুখ সূরভি।

তুমি কামিনী ও নও, নও জ্বালানিয়া তাপ
তুমি অতৃপ্তি ছায়াময় মরিচিকা সুখ,
তুমি দাবি নও দিন আলোতে,নও অভিশাপ
তুমি অচেনাই বারে বারে,অচেনা সে মুখ।

তুমি স্বপনের কামদেবী,পায় সবে কমবেশি
খুঁজে পায় সবি ঠিকঠাক,
শুধু চোখ খুলে হাত মেলে,পায়না তা বাহুডোরে
একি পাপ নাকি ভাবে নির্বাক।

৮৩৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এম আর মিজান।শরীয়তপুর জেলার নড়িয়া থানায় জন্ম।১৯৮৯ সালের ০৫ ই ফেব্রুয়ারি। লেখালেখিতে হাতে খড়ি ক্লাস সেভেন থেকে।আশাহত হওয়াতে ছোট বেলার কোন লেখাই অবশিষ্ট নেই।গান লিখাই ছিল প্রধান। গাইতে চাইতাম, সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন নাট্যদল ছিল প্রিয় সংগ।মনের তাড়নায় লিখি।প্রিয় স্থান :বরিশাল। প্রিয় সৃতি:জান্নাতুল ফেরদৌস। দু:খময় সৃতি:জান্নাতুল ফেরদৌস। প্রিয় ডাক:নানুর নিঝু ডাক।প্রিয় বন্ধু:আতিকুর রহমান। প্রিয় উক্তি:নিজের"পৃথিবীর সবাই তোমাকে কোন না কোন কারনেই ভালো বাসে,তুমিই তোমাকে কারনে অকারনে বোঝ এবং ভালো বাস।প্রিয় প্রত্যাশা :মৃত্যুর অপেক্ষা....
সর্বমোট পোস্ট: ৫৭ টি
সর্বমোট মন্তব্য: ২৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১২ ১৪:০৬:৩১ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  দুর্দান্ত —- !!

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Porhlam
  besh bhalo laglo

 3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  তাতেই জ্বলি আমি তাতেই পুড়ি
  জ্বলে পুড়ে অবশেষে তাতেই নিভি,
  ফেরদৌসি সুখ কভূ তাতেই খুঁজি
  তাতেই কদাচিৎ সুখ সূরভি।

  সূরভি ছড়ান মিষ্টি একটি কবিতা। ধন্যবাদ কবি। শুভেচ্ছা।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চমৎকার লেখা।

 5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  তুমি অতৃপ্তি ছায়াময় মরিচিকা সুখ,
  তোমাতে মরিব আমি যতই হও বিমুখ।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর উপস্থাপনা
  ভালো লাগলো
  শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top